X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

১০ বছরে দুর্গাসাগরে ধরা পড়লো সবচেয়ে বড় মাছ 

বরিশাল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে বড়শিতে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের কাতল মাছ। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর মৎস্য শিকারি বাপ্পি সরদার মাছটি ডাঙায় তুলতে সক্ষম হন। স্থানীয় মৎস্য শিকারিরা বলছেন গত ১০ বছরে দুর্গাসাগরে ধরা পড়া এটিই সবচেয়ে বড় মাছ। বাপ্পি বরগুনা সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা। পরে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাপ্পির বন্ধুরা মিলে মাছটি ভাগ করে নেন।  

বাপ্পি জানান, বৃহস্পতিবার বিকালে বন্ধুরা মিলে টিকিট কিনে দুর্গাসাগরে মাছ শিকারে আসেন। রাত সোয়া ১১টার দিকে বড়শিতে বড় ধরনের একটি মাছ আটকা পড়ে। এরপর বন্ধুদের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে মাছটি ডাঙায় তোলা হয়। এসময় অপর মৎস্য শিকারি এবং তাদের সঙ্গে লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। সকলে বুঝতে পেরেছিল মাছটি বিশালাকৃতির হবে।

তিনি আরও বলেন, আসলে মাছ বরশিতে আটকে যাওয়ার পর তা ডাঙায় তোলার মধ্যে হচ্ছে বড় আনন্দ। মাছটিকে নিয়ে তিন ঘণ্টা খেলার পর তাকে বশ করা সম্ভব হয়। তবে ওই তিন ঘণ্টা কীভাবে যে কেটেছে আমি টের পাইনি। আমার টার্গেট ছিল যেভাবেই হোক মাছটিকে ডাঙায় তুলবো। এত বড় মাছ তীরে আনার পর বেশ আনন্দ লেগেছে। 

সেখানে থাকা একাধিক মৎস্য শিকারি বলেন, মাছটি পাড়ে তোলার পর থেকেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। গত ১০ বছরে দুর্গাসাগর দিঘিতে এত বড় মাছ পাওয়া যায়নি। সর্বশেষ গত ১৪ জুন এ দিঘিতে ২৫ কেজি ওজনের আরও একটি কাতলা মাছ ধরা পড়েছিল। সোহেল জমাদ্দার নামের মৎস্য শিকারি ওই মাছটি ধরেছিলেন।

শুক্রবার রাতে মাছ ধরা শেষে নিজ এলাকায় ফিরে যান বাপ্পি ও তার বন্ধুরা। সেখানে যাওয়ার পর ফের কৌতুহলী মানুষের ভিড় লেগে যায়। এরপর মাছটি কেটে চার বন্ধু মিলে ভাগ করে নেন। 



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি