X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ইলিশ ধরায় ৭ জেলের এক বছর করে কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১৬:০৭আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৬:১৫

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় বরিশালে সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ অক্টোবর) গভীর রাতে বরিশালের সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- সঞ্জয় মন্ডল (২৮), হিরু লাল (২৬), রমেশ হালদার (২৬), যতিন বাইড়ি (৪৫), আব্দুর রহমান (৩৩), তপন ডেউড়ি (৩৪) ও দিলীপ বিশ্বাস (৩২)।

এদিকে নগরীর বাজার এবং ফিশিং বোটে অভিযান চালিয়েছে মৎস্য অধিদফতর। সোমবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কীর্তনখোলা নদীর ডিসিঘাট থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নেতৃত্বে অভিযান শুরু হয়। জেলা পুলিশ, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জেলা প্রশাসক বলেন, ‘ইলিশের প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বরিশাল অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি। এ কারণে এ অঞ্চলের নদ-নদীর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালে যাতে কেউ নদ-নদীতে মাছ শিকার করতে না পারে সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগ যৌথ অভিযান শুরু করেছে। কেউ আইন ভঙ্গ করলে তাদের জেল-জরিমানার বিধান রয়েছে।’

জেলেদের নৌকায় বরিশাল জেলা প্রশাসনের অভিযান

তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সন্ধ্যা নদীতে মাছ শিকারের দায়ে আটক সাত জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন বাজারে এবং কীর্তনখোলা নদী-নদী সংলগ্ন খালে ভেড়ানো জেলেদের নৌকায় অভিযান চালানো হয়। তবে কোনও ইলিশ মাছ পাওয়া যায়নি। অভিযানে ছিলেন- মৎস্য অধিদফতরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত এবং পুলিশের টিম।’

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে ৪ থেকে ২৫ অক্টোবর সমুদ্রে ও নদ-নদীতে যেকোনও ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

/এফআর/
সম্পর্কিত
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?