X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বাঁশ দিয়ে বেঁধে রাখা হলো হেলে পড়া দেয়াল

সালেহ টিটু, বরিশাল
১৪ ডিসেম্বর ২০২১, ০৮:২৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:২৮

বরিশাল নগরীর কালিবাড়ি সড়কের পাশের একটি স্কুলের হেলে পড়া দেয়াল বাঁশ দিয়ে বেঁধে রাখা হয়েছে। দেয়ালটি ধসে যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী, পথচারী ও স্কুলশিক্ষার্থীরা।

বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানলেও দেয়াল অপসারণ করছে না। নতুন করে দেয়াল নির্মাণ তাদের পক্ষে সম্ভব না জানিয়ে সিটি করপোরেশনের দিকে তাকিয়ে আছে স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে দেয়ালটি বাঁশ ও তার দিয়ে গাছের সঙ্গে টানা দিয়ে বেঁধে রেখেছে তারা।

স্থানীয়রা জানায়, কালিবাড়ি সড়কের পাশে জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ। স্কুলের সীমানাপ্রাচীর বহু বছর আগে নির্মিত। ইটের তৈরি দেয়ালের উচ্চতা ৮ ফুট এবং লম্বা প্রায় ৬০ থেকে ৭০ হাত। কয়েক সপ্তাহ আগে দেয়ালটি সড়কের দিকে হেলে পড়ে। এরপর বাঁশ ও তার দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। যেকোনও সময় দেয়ালটি ধসে পড়লে পথচারীরা দুর্ঘটনার শিকার হবেন। 

যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা

রবিবার সন্ধ্যায় স্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ আবৃত্তি সংসদের অনুষ্ঠানে আগত অতিথি ও দর্শকদের অনেকে হেলে পড়া দেয়াল বাঁশ দিয়ে বেঁধে রাখার দৃশ্য দেখে বিস্মিত হন। দেয়ালের অর্ধেক রাস্তার দিকে হেলে পড়েছে। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন অতিথিরা।

আবৃত্তি অনুষ্ঠানে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপংকর চক্রবর্তী, আবৃত্তি শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন জানান, এটি খুবই বিপজ্জনক। যেকোনও মুহূর্তে দেয়াল ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে। অনুষ্ঠানে আগত একাধিক দর্শক বলেন, এই দেয়াল যেভাবে হেলে পড়ে আছে, যেকোনও সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটবে।
 
আবৃত্তি অনুষ্ঠানে আসা ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া জানায়, স্কুল মাঠে খেলাধুলা করতে আমাদের ভয় হয়। আমাদের মধ্যে দেয়াল ধসে পড়ার আতঙ্ক কাজ করে সবসময়।

দেয়ালটি বাঁশ ও তার দিয়ে গাছের সঙ্গে টানা দিয়ে বেঁধে রাখা

স্কুলের শিক্ষক মো. কাওছার হোসেনও স্বীকার করেন দেয়ালটি নিয়ে ঝুঁকিতে আছেন তারা। দেয়ালটি তাদের সংস্কারের কথা থাকলেও সিটি করপোরেশনের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, আমাদের কাছে দেয়াল অপসারণ এবং পুনরায় নির্মাণের টাকা না থাকায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে লিখিত আবেদন করেছি। আবেদন পাওয়ার পর মেয়র আমাদের নিশ্চিত করেছেন, দেয়ালটি সিটি করপোরেশনের অর্থায়নে নির্মাণ করে দেবেন। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।

জানতে চাইলে জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কৃষ্ণ ঘোষ বলেন, দেয়ালটি অপসারণ করে পুনরায় নির্মাণে সিটি করপোরেশন থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

/এএম/
সম্পর্কিত
ববি সাংবাদিক সমিতির সভাপতি জাকির, সম্পাদক ইমদাদুল
শিক্ষার্থীদের আত্মহত্যা রোধে চালু হচ্ছে কাউন্সেলিং দফতর
নাজিরপুরে নৌকার কর্মীকে কুপিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়