X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেই বন্ধুকে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২২, ২১:০৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ২১:০৭

ঘরে প্রবেশ করেই স্ত্রীর (১৭) সঙ্গে আপত্তিকর অবস্থায় বন্ধু রাসেলকে দেখতে পান ইমাম হাসান হৃদয় (২২)। সে অবস্থাতেই প্রথমে রাসেলকে কিল-ঘুষি মারেন। পরে হাতের কাছে পাওয়া ছুরি দিয়ে বন্ধুকে উপর্যুপরি আঘাত করেন। এ সময় রাসেলকে রক্ষা করতে এলে স্ত্রীর গায়েও ছুরির আঘাত লাগে।

বন্ধুকে হত্যার অভিযোগে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে এসব কথা জানান হৃদয়। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম  সাংবাদিকদের এসব তথ্য জানান।

এর আগে, শুক্রবার (৭ জানুয়ারি) গভীর রাতে বরগুনায় খালাতো ভাইয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় হৃদয়কে গ্রেফতার করে র‌্যাব-৮। হৃদয়ের খালাতো ভাই মনিরুল ইসলামের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের দক্ষিণ গাজীপুরে। গত ৪ জানুয়ারি রাজধানীর তুরাগ এলাকায় হৃদয়ের বাসায় খুন হন রাসেল। ওই ঘটনার পর আত্মগোপনে ছিলেন হৃদয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, হৃদয় ও রাসেল রাজধানীর তুরাগ থানার বৃন্দাবন বস্তির ১৭ নম্বর সেক্টরে বসবাস করতেন। বন্ধুত্বের সূত্র ধরে একে অপরের বাসায় যাতায়াত ছিল। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় হৃদয় তার নিজ বাসায় গিয়ে বন্ধু রাসেলের সঙ্গে নিজ স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে হৃদয় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একর্পযায়ে বন্ধু রাসেল ও স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হাতের কাছে পাওয়া একটি ছুরি দিয়ে রাসেলকে আঘাত করেন হৃদয়। এ সময় হৃদয়ের স্ত্রী রাসলেকে রক্ষায় এগিয়ে এলে তিনিও ছুরিকাঘাতপ্রাপ্ত হন। এতে রাসেল ও স্ত্রী মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল ত্যাগ করেন হৃদয়।

র‌্যাব আরও জানায়, হতাহতের ঘটনার পর হৃদয় তার শ্বশুরকে ফোনে বিষয়টি জানান। তারা এসে রাসেল ও হৃদয়ের স্ত্রীকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাসেলের প্রাণ হারান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। পরে ৫ জানুয়ারি নিহত রাসেলের বাবা সোহরাব হাওলাদার বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় শুধু হৃদয়কে আসামি করা হয়। হতাহতের পরপরই বাসযোগে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে রওনা দেন হৃদয়। কুয়াকাটা একদিন অবস্থানের পর খালাতো ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার পর র‌্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পটুয়াখালীর র‍্যাব-৮ তথ্য-প্রযুক্তির মাধ্যমে হৃদয়ের অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়। অভিযানের ধারাবাহিকতায় বরগুনার আমতলী থেকে গ্রেফতার করা হয়।

নিহত রাসেল মাদারীপুর জেলার কালকানী এলাকার মো. সোহরাব হাওলাদারের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী