X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেড় কোটি টাকা চাঁদার দাবিতে সুপারভাইজারকে নির্যাতন

বরিশাল প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ০৭:৩৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৭:৩৯

দেড় কোটি টাকা চাঁদার দাবিতে বরিশালের হিজলা উপজেলায় নদী ভাঙন প্রতিরাধ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার কোম্পানির ফিল্ড সুপারভাইজারকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে সুপারভাইজার আসাদুল ইসলাম বাদি হয়ে স্থানী আওয়ামীলীগের ৪ কর্মীর নাম উল্লেখ করে হিজলা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হচ্ছেন, হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ এলাকার বাসিন্দা মো. শামীম, মো. আকরাম ও মো. সবুজ এবং অপর একজন। 

পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধানে প্রায় সাড়ে ৩শ’কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন রোধে জিও ব্যাক ও ব্লক ফেলানো এবং ব্লক ডাম্পিংসহ ১৮টি প্যাকেজের কাজ চলছে। এর মধ্যে প্রায় ৩৫ কোটি টাকার ১৪ ও ১৬ প্যাকেজের কাজ করছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ার কোম্পানি। 

স্থানীয়রা জানান, অভিযুক্তরা সোমবার রাতে মেঘনা নদীর কাজের সাইডে গিয়ে ফিল্ড সুপারভাইজার আসাদুল ইসলামের নিকট দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ নিয়ে আসাদুলের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে জোরপূর্বক তাকে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের আলীগঞ্জ বাজারের কার্যালয়ে নিয়ে বেদম মারধর করা হয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদারের সাইড ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম গিয়ে আসাদুলকে উদ্ধার করেন।

পানি উন্নয়ন বোর্ড বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে আইনের আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।

ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন জানান, স্থানীয় কয়েকজন যুবক কাজের স্থানে গিয়ে বহিরাগত সন্ত্রাসীদের টাকা দিতে নিষেধ করেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে আসাদুলকে দুইটি থাপ্পড় দেয় তারা। তবে আমার কার্যালয়ে এনে আসাদুলকে মারধরের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

হিজলা থানার ওসি ইউনুস মিয়া লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বিকার করে বলেন, অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত