X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাজুক ব্রিজে উঠলো ট্রাক, ভেঙে পড়লো খালে

বরিশাল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৯:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০:৩০

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ডাবেরকুল-ধামুড়া সড়কের একমাত্র ব্রিজটি ভেঙে গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৫০ মিটারের ব্রিজটির ওপর দিয়ে প্রতিদিন কমপক্ষে ১০ হাজার মানুষসহ বিভিন্ন যানবাহন চলাচল করতো। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যানবাহন ওঠা নিষেধ ছিল। তবে গত রাতে একটি ট্রাক এক্সকাভেটর নিয়ে ব্রিজের মাঝখানে গেলে ট্রাকসহ ব্রিজটি খালে ভেঙে পড়ে। ভোরে বিষয়টি সবার নজরে আসে। এতে দুই প্রান্তে দীর্ঘ যানবাহনের লাইন পড়ে।

এদিকে, ব্রিজ ভেঙে যাওয়ায় লস্করপুর, গাজিরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকোঠা, দক্ষিণ ধামুড়াসহ ১০ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বড়াকোঠা ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়ায় তাৎক্ষণিকভাবে বাঁশের সাঁকো দিয়ে সাধারণ মানুষের পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তবে যানবাহন পারাপারে সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘গার্ডার ব্রিজ নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাস হলে ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।’

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, ‘ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিডিকে নির্দেশ দিয়েছি। এ ছাড়া ট্রাক ও এক্সকাভেটর উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।’

/আরকে/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা