X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পর্যটকদের পচা খাবার দেওয়ায় জরিমানা, কুয়াকাটায় রেস্তোরাঁ মালিকদের ধর্মঘট

পটুয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ১৮:৪৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৮:৪৪

পর্যটকদের পচা ও নিম্নমানের খাবার দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করায় ধর্মঘটের ডাক দিয়েছেন কুয়াকাটার রেস্তোরাঁ মালিকরা।

রেস্তোরাঁগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় ক্ষুব্ধ হয়ে বুধবার (১৭ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন তারা। সকাল থেকে রেস্তোরাঁ বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন মালিক ও কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে কুয়াকাটা খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির ব্যানারে ধর্মঘটের ডাক দেওয়া হয়।

রেস্তোরাঁ মালিকরা জানিয়েছেন, গত দুই বছর করোনা ও লকডাউনের কারণে হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল। এ সময় কর্মচারীদের বেতন দিতে হয়েছে, ভাড়া পরিশোধ করতে হয়েছে। লোকসান গুনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ধারদেনা করে আবারও ব্যবসা শুরু করেন। কিন্তু বর্তমানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে তাদের জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। এজন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে ধর্মঘটের পালন করছেন তারা।

কুয়াকাটা খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. সেলিম মিয়া বলেন, ‘ধরেন সারাদিনে একজন হোটেল মালিক ১০ হাজার টাকা বিক্রি করলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কোনও একটি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করলেন। এভাবে জরিমানা করায় আমরা নিঃস্ব হয়ে পড়েছি। হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে আন্দোলন ছাড়া কোনও উপায় ছিল না। জরিমানা দিতে গিয়ে ধারদেনায় জর্জরিত আমরা। প্রশাসন বিষয়টি সমাধান না করলে অনির্দিষ্টকালের জন্য আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ 

অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন হোটেল মালিকরা

এদিকে, রেস্তোরাঁ বন্ধ রেখে কর্মসূচি পালন করায় ভোগান্তিতে পড়েছেন পর্যটকরা। খাবারের জন্য পর্যটকদের কুয়াকাটা ছেড়ে অন্য স্থানে যেতে হচ্ছে।

মুন্সীগঞ্জ থেকে আসা পর্যটক মো. আবু মিয়া বলেন, ‌‌‘মঙ্গলবার রাতে কুয়াকাটায় এসেছি। রেস্তোরাঁ বন্ধ থাকায় খাবার না পেয়ে বিপাকে পড়েছি। কোনও রেস্তোরাঁ খোলা পাইনি। পরে মোটরসাইকেলযোগে ৬০ টাকা ভাড়া দিয়ে আলীপুর গিয়ে খাবার খেয়েছি। এটি চরম ভোগান্তির।’ 

মাদারীপুর থেকে আসা পর্যটক আমিনুল ইসলাম বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে তিন দিনের জন্য কুয়াকাটায় এসেছি। কিন্তু রেস্তোরাঁ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে ভ্যানযোগে মহিপুর গিয়ে সকালের নাশতা ও দুপুরের খাবার খেতে হয়েছে।’

বরিশাল থেকে আসা পর্যটক সোহাগ মাহমুদ বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ বন্ধু মিলে কুয়াকাটায় এসেছি তিন দিন আগে। রেস্তোরাঁ বন্ধ থাকায় সকালের নাশতা করতে পারিনি। আজই চলে যাবো আমরা।’  

তিনি আরও বলেন, ‘মাঝেমধ্যেই কুয়াকাটায় ঘুরতে আসি। এর আগে যতবার এসেছি ততবারই রেস্তোরাঁ, ফটোগ্রাফার, যাত্রীবাহী বাস ও বিচসহ  বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হয়েছি। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর ফলে হয়রানি অনেকটা কমেছে। রেস্তোরাঁ মালিকদের ধর্মঘট অযৌক্তিক। তারা পর্যটকদের জিম্মি করে ব্যবসা করতে চান।’ 

সকাল থেকে রেস্তোরাঁ বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন মালিক ও কর্মচারীরা

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, ‘মূলত পর্যটকরা যাতে প্রতারিত না হন, সেজন্য অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আমাদের কাছে প্রতিদিন অসংখ্য অভিযোগ আসে পর্যটকদের। নিম্নমানের খাবার পরিবেশন, দাম বেশি নেওয়া এবং পর্যটকদের হয়রানির কারণে জরিমানা করা হচ্ছে। যারা অনিয়ম করছেন তথ্য-প্রমাণ পাওয়ার পর কেবল তাদেরই জরিমানা করা হচ্ছে, অন্যদের জরিমানা করা হয় না।’ 

তিনি বলেন, ‘তাদের ধর্মঘট অযৌক্তিক। পর্যটকদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। আমাদের পক্ষ থেকে রেস্তোরাঁ খোলার জন্য তাদের অনুরোধ করা হয়েছে। তারপরও তাদের যদি কোনও কথা থাকে, সেটি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের কথা বলেছি।’

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ছেনমং রাখাইন বলেন, ‘কুয়াকাটায় ঘুরতে এসে কোনও পর্যটক যাতে প্রতারিত না হন, সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। ধর্মঘট ডেকে পর্যটকদের জিম্মি করা যাবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে কুয়াকাটা পৌর শহরের চৌরাস্তায় অভিযান চালিয়ে বাসি ও পচা খাবার বিক্রির দায়ে চার রেস্তোরাঁ মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ছেনমং রাখাইন এ অভিযান চালান। প্রতিবাদে রাতে ধর্মঘট ডাকেন রেস্তোরাঁ মালিকরা।

/এএম/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
গরুর আধা কেজি পচা কলিজা ৪৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ