X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিপৎসীমার ওপরে বরিশালের সব নদীর পানি, জলমগ্ন নগরী

বরিশাল প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ২২:৪০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২২:৪০

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে বরিশাল বিভাগের ছয় জেলার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ কারণে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত এবং নগরীর বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। 

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল থেকে কীর্তনখোলা নদীতে জোয়ার শুরুর পর থেকে পানি বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন সড়কে পানি উঠেছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মহসিন আলম সুপ্ত বলেন, ‌‘কীর্তনখোলা নদীর বিপৎসীমা ২ দশমিক ৫৫ সেন্টিমিটার। তা আজ বিকাল ৪টা ৫০ মিনিটে অতিক্রম করে উচ্চতা দাঁড়িয়েছে ২ দশমিক ৭০ সেন্টিমিটার। তেঁতুলিয়া নদীর বিপৎসীমা লেবেল ২ দশমিক ৯০ সেন্টিমিটার অতিক্রম করে ৩ দশমিক ৫ সেন্টিমিটারে দাঁড়িয়েছে। ভোলার দৌলতখানে মেঘনার নদীর বিপৎসীমা লেবেল ৩ দশমিক ৪১ সেন্টিমিটার অতিক্রম করে পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৮ সেন্টিমিটারে। তজুমদ্দিনের মেঘনায় বিপৎসীমা লেবেল ২ দশমিক ৮৩ সেন্টিমিটার অতিক্রম করে পানির উচ্চতা দাঁড়ায় ৩ দশমিক ৮০ সেন্টিমিটারে। ঝালকাঠির বিষখালী নদীর বিপৎসীমা লেবেল ২ দশমিক ৮ সেন্টিমিটার অতিক্রম করে উচ্চতা দাঁড়িয়েছে ২ দশমিক ৩০ সেন্টিমিটারে।’

তিনি আরও বলেন, ‘মীর্জাগঞ্জ পায়রা নদীতে বিপৎসীমা লেবেল হচ্ছে ২ দশমিক ৮১ সেন্টিমিটার। সেখানে বিকাল ৫টায় পানির উচ্চতা দাঁড়িয়েছে ৩ দশমিক ২০ সেন্টিমিটারে। বরগুনার বিষখালীতে বিপৎসীমা লেবেল ২ দশমিক ৮৫ সেন্টিমিটার অতিক্রম করে উচ্চতা দাঁড়িয়েছে ৩ দশমিক ২৫ সেন্টিমিটারে। পাথরঘাটার বিষখালী নদীতে বিপৎসীমা লেবেল ২ দশমিক ৮৫ সেন্টিমিটার অতিক্রম করে পানির উচ্চতা দাঁড়িয়েছে ৩ দশমিক ৭০ সেন্টিমিটারে। পিরোজপুর বলেশ্বর নদীর বিপৎসীমা লেবেল ২ দশমিক ৬৮ সেন্টিমিটার। বিকালে পানির উচ্চতা বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৮৫ সেন্টিমিটারে। উমেদপুরে কচা নদীর বিপৎসীমা লেবেল ২ দশমিক ৬৫ সেন্টিমিটার অতিক্রম করে পানির উচ্চতা দাঁড়িয়েছে ২ দশমিক ৯০ সেন্টিমিটারে।’

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। আগামী দুই-একদিন এই অবস্থা বিরাজ করার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়লেন মুসল্লিরা
গরম বাড়বে, আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক