X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভোলায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ৪ জেলে আহত

ভোলা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৩

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে এমভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে গেছে। এতে চার জেলে আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চৌমুহনী এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত তিন জেলেকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। 

আহত জেলেরা হলেন নাছিম মাঝি (৩৫), রুবেল মাঝি (৩০), ফজলুল হক মাঝি (৪০) ও নাজমুল হোসেন শান্ত মাঝি (৩০)। আহতদের সবাই তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের বাসিন্দা। এর মধ্যে ফজলুল হকের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কামরুল হাসান বলেন, ‘শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে চৌমুহনী ঘাট থেকে এমভি ফারহান-৫ লঞ্চ ঘুরিয়ে সামনের দিকে যাওয়ার সময় নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখে আশপাশের জেলেরা ওই নৌকার চার জেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

ডুবে যাওয়া নৌকার জেলে রুবেল মাঝি বলেন, ‘লঞ্চটি সরাসরি আমাদের নৌকাকে চাপা দিয়ে ডুবিয়ে দেয়। এতে ফজলুল হকের মাথা ফেটে যায়, ডান হাতে আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আমি, নাছিম ও শান্ত মাঝি পানিতে পড়ে আহত হই। আমরা তিন জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহানা শারমিন বলেন, ‘লঞ্চের ধাক্কায় আহত চার ব্যক্তিকে বিকালে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে একজনের ডান হাত ও মাথায় মারাত্মক জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

ফারহান-৫ লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, ‘লঞ্চটি ঘোরানোর সময় ঘাট ছেড়ে পেছনে গেলে ওই নৌকার সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায়। পাশে থাকা জেলেরা ওই নৌকার জেলেদের উদ্ধার করেছেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার ব্যবস্থা করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।’

তজুমদ্দিন থানার ওসি মাকসুদর রহমান মুরাদ বলেন, ‘লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে চার জেলে আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
ডাবের পানি কত দিন পর্যন্ত ভালো থাকে?
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
পিআর পদ্ধতির উপযোগিতা পুনর্বিবেচনার আহ্বান তারেক রহমানের
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
চিন্ময় কৃষ্ণের নির্দেশ-উসকানিতে আইনজীবী আলিফকে হত্যা: আদালতে অভিযোগপত্র 
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
গুম সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ বর্ণনা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল