X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মার্কেট বিএনপি কর্মীর, ভাড়া তুলবেন আ.লীগ নেতা!

বরিশাল প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৯

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে বিএনপির কর্মীর মালিকানাধীন আক্কেল আলী মার্কেটের ভাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতাকে দেওয়ার শর্তে মার্কেটটি খুলে দেওয়া হয়েছে। 

পাঁচ দিন তালাবদ্ধ করে রাখার পর ব্যবসায়ীদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মার্কেট খুলে দেওয়া হয়। এখন থেকে মার্কেটের ব্যবসায়ীরা মাসিক দোকান ভাড়া খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব তালুকদারের দেবেন মর্মে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন মুন্সীর নেতৃত্বে মার্কেটটিতে তালা দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মার্কেট মালিক ও খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য আক্কেল আলী সরদার।

স্থানীয় সূত্র জানায়, আক্কেল আলী মার্কেটটি তিনতলা বিশিষ্ট। সেখানে ৪০টি দোকান ও দুটি ব্যাংকের শাখা রয়েছে। সম্প্রতি বিএনপির আন্দোলন কর্মসূচিতে আক্কেল আলী অংশ নেওয়ায় গত ১১ ফেব্রুয়ারি ব্যবসায়ীদের দোকান থেকে নামিয়ে ফরহাদ হোসেন মুন্সীর নেতৃত্বে তালা দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে মার্কেটের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, তালা ঝুলিয়ে দেওয়ার পর থেকে সমঝোতার কোনও পথ খুঁজে পাচ্ছিলেন না ব্যবসায়ীরা। এরপর বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তারা। যোগাযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে বাকাই বাজারে আওয়ামী লীগ নেতা ও বাজার কমিটির সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান সিদ্ধান্ত দেন, এখন থেকে আক্কেল আলী মার্কেটের ব্যবসায়ীদের মাসিক ভাড়া খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব তালুকদারের কাছে দিতে হবে। এই শর্ত যারা মানবেন, তারাই দোকান খুলতে পারবেন। শর্ত মেনে ব্যবসায়ীদের সাদা কাগজে স্বাক্ষর দিতে হবে।

ব্যবসায়ীরা আরও জানান, এই সিদ্ধান্তের পর মার্কেট মালিক আক্কেল আলীর সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। আক্কেল আলী আওয়ামী লীগ নেতাদের শর্ত মেনে দোকান খোলার পরামর্শ দিয়েছেন তাদের। এরপর সাদা কাগজে স্বাক্ষর দিয়ে ‍দুপুর থেকে দোকান খুলে ব্যবসা শুরু করেন তারা।

বক্তব্য দেওয়ার পর মার্কেটের ব্যবসায়ীরা বারবার এই প্রতিবেদককে অনুরোধ করেছেন, ‘ভাই আমাদের কারও নাম সংবাদে ব্যবহার করবেন না। এতে করে আবার দোকান বন্ধ হয়ে গেলে বিপদে পড়তে হবে আমাদের। আমাদের ব্যবসা করতে হবে, ঝামেলায় জড়াতে চাই না।’

এ ব্যাপারে জানতে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন মুন্সীর নেতৃত্বে মার্কেটটিতে তালা দেওয়া হয়

এ বিষয়ে জানতে চাইলে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব তালুকদার বলেন, ‘আক্কেল আলী মার্কেট খোলার বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বাজার কমিটির সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ওই মার্কেটের ব্যবসায়ীদের মাসিক ভাড়া এখন থেকে এক জায়গায় জমা থাকবে।’ 

মার্কেটের ব্যবসায়ীরা বলেছেন, আপনার কাছে মাসিক ভাড়া দেওয়ার মর্মে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে একটি বিষয় নিয়ে ঝামেলা তৈরি হয়েছে।’

কি নিয়ে ঝামেলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। তবে ভাড়ার টাকা কার কাছে থাকবে, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে এক জায়গায় রাখার সিদ্ধান্ত হয়েছে।’

এ ব্যাপারে মার্কেটের মালিক বিএনপি কর্মী আক্কেল আলী সরদার বলেন, ‘বিএনপির মিছিল-মিটিংয়ে যাওয়ার কারণে আমার মার্কেটে তালা দেওয়া হয়েছে। কারও সঙ্গে কোনও ঝামেলা হয়নি। বিএনপির আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ায় মার্কেটে তালা দেওয়া হয়েছে, বিষয়টি পরিষ্কার। তবে তালা দেওয়া থাকলে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হবে। ব্যবসায়ীদের কথা চিন্তা করে তাদের সিদ্ধান্ত মেনে দোকান খুলতে বলেছি। ব্যবসায়ীরাও তাদের সিদ্ধান্ত মেনে দোকান খুলেছেন। এছাড়া আমার কিছুই করার ছিল না।’

বাকাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে বলেন, ‘আক্কেল আলীর সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একটা সমস্যা চলছে। এখন থেকে ব্যবসায়ীরা মতলেব তালুকদারের কাছে মাসিক ভাড়া জমা রাখবেন মর্মে বিষয়টি সমাধান হয়েছে।’

তবে এ বিষয়ে জানতে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সীর মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড