X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

জামাইকে মারধর করে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩, ০৯:৫৬আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৯:৫৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জামাইকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর লাশ বাড়ির সামনে ফেলে পালিয়েছে শ্বশুরসহ ওই পরিবারের সদস্যরা।

নিহত রাব্বি শরীফ (২৫)  ট্রলিচালক। তিনি একই উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামের মুনসুর শরীফের ছেলে।

লাশের ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

নিহতের ভাই রাজু শরীফ জানান, চার বছর আগে রহিম হাওলাদারের মেয়ে ইয়াসমিনের সঙ্গে তার ছেলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাব্বি ও তার স্ত্রী ইয়াসমিনের সঙ্গে বিবাদ লেগেই থাকতো। পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কোরবানি ঈদের পর তারা রহিম হাওলাদারের বাড়িতে চলে যায়। শুক্রবার রাতে খবর আসে রাব্বি বিষপান করেছে।

তিনি আরও জানান, শুক্রবার রাতে রাব্বির শ্বশুরবাড়ি থেকে মোবাইলে জানানো হয় রাব্বি বিষপান করেছে। তাদের হাসপাতালে যাওয়ার জন্য বলা হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন রাব্বির মৃত্যু হয়েছে। সেখান থেকে জানানো হয় রাব্বিকে আনার আগে তিনি মারা যান। ওই সময় লাশ আবার রাব্বির শ্বশুরবাড়ি নেওয়া হয়। সেখানে গিয়ে দেখতে পান লাশ সড়কের উপর ফেলে পরিবারের সবাই পালিয়েছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

রাজুর অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়ির লোকজন রাব্বিকে হত্যা করেছে। 

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হবে। প্রতিবেদন পাওয়ার পর হত্যা হলে ওই মামলাটি হত্যা মামলায় রূপ নেবে।

/আরআর/
সম্পর্কিত
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: ৩ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে হাঙ্গেরিতে চীনা প্রেসিডেন্ট
ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে হাঙ্গেরিতে চীনা প্রেসিডেন্ট
শুল্ক জটিলতায় আটকে আছে ২০ অ্যাম্বুলেন্স, আমদানিকারকদের ক্ষোভ
শুল্ক জটিলতায় আটকে আছে ২০ অ্যাম্বুলেন্স, আমদানিকারকদের ক্ষোভ
সাগরপথে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ
সাগরপথে ইউরোপে যাওয়ার তালিকায় ফের শীর্ষে বাংলাদেশ
প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেন বাইডেন
প্রকাশ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি দিলেন বাইডেন
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার