ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে ভোলা-ঢাকা রুটসহ সব অভ্যন্তরীণ রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একইসঙ্গে ভোলায় ৭৪৩টি সাইক্লোন সেন্টার ও ১২টি মুজিব কিল্লা প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।
জানান ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ১৩ হাজার ৮৬০ জন সিপিপি এবং প্রায় ২ হাজার রেড ক্রিসেন্ট সদস্য প্রস্তুত আছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভায় এ তথ্য জানান তিনি।
জেলা প্রশাসক আরও জানান, ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে ঝুঁকিতে থাকায় মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে আনার জন্য সিপিপি ও রেড ক্রিসেন্টের পাশাপাশি কোস্টগার্ডকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলার সাত উপজেলায় ৮টি তথ্য সেবা কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও মেডিকেল টিম খোলা হচ্ছে ও পর্যাপ্ত ত্রাণ ও সুকনো খাবার এবং শিশু খাবার প্রস্তুত করা হচ্ছে।