X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

লঞ্চে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ১৯:২৪আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৯:২৪

বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের সদস্যসচিব আহাদ হোসেন আবির। তাদের বিরুদ্ধে আগের পাঁচটিসহ গত ২৮ অক্টোবরের পর ঢাকা ও বরিশালের বিভিন্ন নাশকতার মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর রুপাতলী র‌্যাব-৮ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘রনি স্বীকার করেছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকা-বরিশাল লঞ্চগুলোতে নাশকতা করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করার উদ্দেশ্য ছিল তার।’

তিনি বলেন, ‘রনির ব্যবহৃত মোবাইল চেক করে কানাডা, যুক্তরাজ্যসহ দেশের বাইরের বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিদের মোবাইল নম্বরসহ দলের শীর্ষ নেতাদের নম্বর পাওয়া গেছে। সেই নম্বরে যানবাহনে আগুন দেওয়াসহ নাশকতামূলক কর্মকাণ্ডের ভিডিও পাঠানোর তথ্য পাওয়া গেছে। পাশাপাশি সে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।’

এর পেছনে সে তিনটি কারণ জানিয়েছে রনি, যার মধ্যে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে তার দৃঢ় অবস্থান তৈরি করা। অর্থাৎ মাঠে থেকে নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, শীর্ষ নেতাদের পরিকল্পনা বাস্তবায়ন করছেন সেগুলো নিশ্চিত করা। সাধারণ জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেশে যে অরাজকতা চলছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি বোঝানোর চেষ্টা করা।

খন্দকার আল মঈন বলেন আরও বলেন, ‘গ্রেফতার রনির সহযোগী আবির তার নির্দেশে বরিশাল মহানগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে গণপরিবহন, ব্যক্তিগত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাস্তা অবরোধসহ চোরাগোপ্তা হামলায় অংশগ্রহণ করেছে বলে স্বীকার করেছে।’

মঙ্গলবার (১৪ নভেম্বর) বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দুই ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়। এ সমস্ত ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহীতে মকবুল হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার
স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও ককটেলসহ গ্রেফতার ৭
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
সর্বশেষ খবর
হোটেলে কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিয়েছেন বাবুর্চি
হোটেলে কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিয়েছেন বাবুর্চি
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, বিএনপি আনন্দিত
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, বিএনপি আনন্দিত
৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
আ.লীগকে নিষিদ্ধ করায় গরু ‘কোরবানি’ করলেন রফিকুল ইসলাম মাদানী
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ