পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৩৩টি আবেদনের মধ্যে বাদ পড়েছে ১০টি। এর মধ্যে পিরোজপুর-১ আসনে ৪টি, পিরোজপুর-২ আসনে ১টি ও পিরোজপুর-৩ আসনে ৫টি মনোনয়ন পত্র বাতিল হয়েছে। আর বৈধ হয়েছে ২৩টি।
রবিবার (৩ ডিসেম্বর) পিরোজপুর জেলা প্রসাশক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকমর্তার কার্যালয়ে বাছাইয়ে পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ আলাউদ্দিন ও জিয়াউল আহসান গাজী এবং তৃণমূল বিএনপির প্রার্থী ইয়ার হোসেন রিপন ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী শাহ আলমের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্ন দাখিল না করা, হলফনামা না দেওয়া, ভোটারদের স্বাক্ষরে মিল না থাকা এবং ইউটিলিটি বিল সংক্রান্ত বিষয়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
পিরোজপুর-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি জাপার প্রার্থী মো. খলিলুর রহমান খলিলের মনোনয়নপত্র ঋণখেলাফি ও কর ফাঁকির কারণে বাতিল হয়। বাকি ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়।
এ আসনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দীন মহারাজ, আওয়ামী লীগ মনোনীত পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, মো. আবুল বাসার, মো. মাহাতাব উদ্দিন মাহমুদ, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো. ছগির মিয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো. জাকির হোছাইন, মো. মিজানুর রহমান, মো. ফয়সালের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
পিরোজপুর-৩ আসনের ১৪ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে ৫ জন জনের। যারা বাদ পড়েছেন তারা হলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল লতিফ সিরাজী, আয়কর রিটার্ন দাখিল না করায় তার মনোনয়ন বাতিল হয়েছে। ক্রেডিট কার্ডের ঋণখেলাপি থাকায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রশান্ত কুমার হাওলাদারের মনোনয়ন বাতিল হয়েছে। টিন নম্বর না থাকা, আয়কর রিটার্ন জমা না দেওয়া, ভোটের ১ শতাংশ ভোটারের তথ্যের সত্যতা না পাওয়ায় স্বতন্ত্র মো. আবু তারেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মূল সনদ না দেওয়ায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. শহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। টিন নম্বর না দেওয়া, আয়কর রিটার্ন দাখিল না করা, ১ শতাংশ ভোটারের তথ্যের সত্যতা না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন বিসের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
হোসাইন মোশারেফ সাকু, জাকের পার্টির চন্দ্র শেখর ওঝা, আওয়মী লীগ মনোনীত মো. আশরাফুর রহমান, কল্যাণ পার্টির শহীদুল ইসলাম স্বপন, বর্তমান সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী (স্বতন্ত্র), মো. আমীর হোসেন, মো. শামিম শাহনেওয়াজ, মো. মাশরেকুল আলম রবি, মো. জাসেম মিয়ার মনোনয়ন বৈধ হয়েছে।