X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩

পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠী এলাকায় এক দরিদ্র কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে। জমির মালিকানা নিয়ে আদালতে চলমান একটি মামলার মাঝে এই ঘটনা ঘটে।

বিএনপি নেতা নাসির হোসেন পিন্টু দুই বছরের জন্য ওই জমি লিজ নিয়ে কৃষকের ধান কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কৃষক সেকান্দার আলী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার পরিবার দীর্ঘ প্রজন্ম ধরে ৫৯ শতাংশ জমি ভোগদখল করে আসছে। তবে জমির মালিকানা নিয়ে একটি মামলা চলমান থাকা অবস্থায় ২৩ ডিসেম্বর সোমবার, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ ভূঁইয়ার নেতৃত্বে ১৫/২০ জন লোক ওই জমির কাঁচা ধান কেটে নিয়ে যান। এ ঘটনায় সেকান্দার আলী পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেছেন। পুলিশ ধান কাটার কাজ থেকে বিরত থাকতে বললেও অভিযুক্তরা তা অমান্য করে ধান বিক্রি করে দেন।

সেকান্দার আলী আরও অভিযোগ করেন, জমি নিয়ে মামলা করায়, বিএনপির নেতাকর্মীরা তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করছে। গত কয়েকদিনে তার মা সুফিয়া বেগম এবং ভাইয়ের স্ত্রী মোসেদা বেগমকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে।

তিনি জানান, পূর্ব জৈনকাঠী মৌজার এসএ ৮৬১ ও আরএস ১২৮৮ খতিয়ানভুক্ত জমি ইমাম উদ্দিনের ওয়ারিশদের নামে রেকর্ড হওয়া উচিত ছিল। কিন্তু ভুলবশত এটি রাজেশ্বর গংদের নামে রেকর্ড করা হয়। তার বাবা ২০১২ সালে এই বিষয়ে আদালতে মামলা করেন, যা এখনও বিচারাধীন।

সেকান্দার আলী প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, আমাদের বসতবাড়ি ছেড়ে কোথাও যাওয়ার জায়গা নেই। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা অসহায়। তিনি অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ ছাড়া তিনি বলেন, এলাকা ছেড়ে না গেলে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনের শেষে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, আমাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

এ বিষয় জৈনকাঠী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ ভূঁইয়া দাবি করেন, নাসির হোসেন পিন্টু সরকারের কাছ থেকে ওই জমি লিজ নিয়েছেন। এতে সে ধান কেটে নিয়েছে।

নাসিম হোসেন ওই জমিতে ধান রোপণ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, নাসির ধান রোপণ করেনি। বর্তমানে ধান মোস্তফা সরদারের কাছে জমা রাখা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার: আমির খসরু
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
সর্বশেষ খবর
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পারমিট ছাড়া হজ না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পারমিট ছাড়া হজ না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচারের ঘটনায় মামলা 
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া