পটুয়াখালীর কুয়াকাটায় ১০ কেজি ওজনের একটি লাক্ষা মাছ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১৪ ফ্রেব্রুয়ারি) বিকালে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে বাদশা মিয়া নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
চাপলিবাজারসংলগ্ন ধোলাই মার্কেট মাছ বাজারের রবিউল ফিশ থেকে কুয়াকাটার মেসার্স হাসান ফিশ অ্যান্ড ফ্রিজাপের স্বত্বাধিকারী মো. হাসান ১৬০০ টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘এত বড় লাক্ষা সচরাচর দেখা যায় না। মাছটি খুবই সুস্বাদু। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা রয়েছে। ১৬ হাজার টাকায় মাছটি কিনে হাসান নামে মৎস্য ব্যবসায়ী তার কিছু সময় পর অনলাইনে সেটি বিক্রি করে দেন। এ সময় মাছটি একনজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন।’
জেলে বাদশা মিয়া বলেন, ‘ছোট-বড় বিভিন্ন মাছ ধরার জন্য সাগরে বেড়ঝাল ফেলি। জাল তুলে আনতে ছিলাম। পরে দেখি এই বড় লাক্ষা মাছটি আমাদের জালে ধরা পড়েছে। এই মাছের চাহিদা বেশি, দামও ভালো। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।’
আড়ত ব্যবসায়ী মো. হাসান বলেন, ‘এত বড় লাক্ষা মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে ১৬০০ টাকা কেজি দরে কিনে মাছটি আমি ১৭৫০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি খুব দামি এবং সুস্বাদু মাছ। জলবায়ু পরিবর্তনের ফলে এ মাছের প্রাপ্যতা দিন দিন কমে যাচ্ছে। আমরা মৎস্য বিভাগ সমুদ্রে মাছ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রকম কার্যক্রম অব্যাহত রেখেছি।’