ঝালকাঠির নলছিটিতে ভুট্টাক্ষেতে গাঁজা চাষের অভিযোগে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১ মে) বিকালে উপজেলার ফুলহরি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. জুয়েল হাওলাদার (৩২) ও মো. হৃদয় মোল্লা (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের একটি ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে ১৪টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় দুজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।