X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নাসিরনগরে হামলা: চেয়ারম্যান আঁখির ফের রিমান্ড শুনানি বুধবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৮আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৮

দেওয়ান আতিকুর রহমান আাঁখি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের দত্তবাড়ি মন্দিরে হামলা মামলায় গ্রেফতার দেখানো হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির রিমান্ড শুনানি আগামী বুধবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। শনিবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। এর কিছুক্ষণ পর  দ্বিতীয় দফায় আদালতে তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে নাসিরনগর থানা পু্লিশ।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের জেনারেল রেজিস্ট্রার (নাসিরনগর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতারের পর চেয়ারম্যান আঁখিকে নাসিরনগরের গৌর মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। গত শুক্রবার (১৩ জানুয়ারি) ওই পাঁচদিনের রিমান্ড শেষ হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, নাসিরনগর সদরের দত্তপাড়ার কাজল জ্যোতি দত্তের বাড়ির মন্দিরে ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যান আঁখির সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই ঘটনায় নাসিরনগর থানায় দায়ের হওয়া মামলায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এদিকে, ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা রসরাজ দাসের জামিন শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। আসামি রসরাজের উপস্থিতিতে সেদিন শুনানি হবে বলে জানিয়েছেন আদালত পু্লিশ। যদিও রসরাজ দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্ম অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট হয়নি বলে ইতোমধ্যেই প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে আটকের পর নাসিরনগর সদরের গৌর মন্দির ভাঙচুর মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে  ৮ জানুয়ারি থেকে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর ১৪ জানুয়ারি দত্তবাড়ি মন্দিরে হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে ফের রিমান্ড আবেদন করে পুলিশ।

আরও পড়ুন:
এমপি লিটন হত্যা মামলা : ২ আসামি ২ দিনের রিমান্ডে

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার