X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ডিবির ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

চট্টগ্রাম ব্যুরো
২৪ এপ্রিল ২০১৭, ২১:৩৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২১:৪১

চট্টগ্রাম এক দোকান কর্মচারীকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের আট সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এ মামলা করেন দোকান কর্মচারী মো. মঈন উদ্দিন। মামলার অভিযোগটি আমলে নিয়ে একজন এসপি র্যাং কের কর্মকর্তা দিয়ে তন্দন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পরে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঈন উদ্দিন একজন কম্পিউটার অপারেটর। চট্টগ্রামের আইনজীবীদের এনেক্স বিল্ডিংয়ে তার একটি দোকান রয়েছে।
মঈন উদ্দিন যাবের বিরুদ্ধে মামলা করেছেন তারা হলেন- নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী, উপপরিদর্শক (এসআই) মো. সেকান্দর আলী ও মো. দেলোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহারুল ইসলাম ও আবদুল ওয়াদুদ এবং কনস্টেবল আরমান হোসেন, খোরশেদ আলম ও উকিল আহমেদ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, মামলাটি তদন্তের জন্য আদালত এসপি র্যাং কের কর্মকর্তা দিয়ে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাদী মঈন উদ্দিন গত বছরের ২১ ডিসেম্বর তার দোকান থেকে ২ হাজার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার করে কেশম চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি দল। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। তিনি এ বছরের ১৬ মার্চ ওই মামলায় জামিন পেয়েছেন।
বাদী মঈন উদ্দিন অভিযোগে জানিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে তার সঙ্গে পরিবার ও এলকার কিছু লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ ডিসেম্বর তাকে দোকান থেকে ডিবির লোকজন তুলে নিয়ে যায়। পরে ডিবির সদস্যরা তাকে আটকিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় তাকে কোতোয়ালি থানায় একটি মিথ্যা মামলায় আসামি করা হয়।

এ অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, মইনউদ্দিন দীর্ঘদিন জাল স্ট্যাম্প বিক্রির সঙ্গে জড়িত ছিল। গত বছরের ২১ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গাজীপুরে একটি পরীক্ষায় স্ট্যাম্পগুলো যে জাল তা প্রমাণিত হয়। মামলায় মঈন উদ্দিন কোনওভাবে রক্ষা না পাওয়ার সে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যা ভিত্তিহীন ও বানোয়াট।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট