X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে দিনে ১৮ ঘণ্টাই লোডশেডিং!

ইব্রাহিম রনি, চাঁদপুর
২৪ মে ২০১৭, ১৪:২৩আপডেট : ২৪ মে ২০১৭, ১৪:২৭

চাঁদপুরে লোডশেডিংয়ের কারণে রাস্তায় বিক্ষোভ করছে ভুক্তভোগীরা অসহ্য গরম সঙ্গে ব্যাপক হারে লোডশেডিংয়ের কারণে চাঁদপুরের গ্রামঞ্চলের মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরমে চাঁদপুরের উপজেলার পর্যায়ের গ্রামাঞ্চলে ২৪ ঘন্টার মধ্যে গড়ে ৪-৬ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না বলে স্থানীয়রা জানিয়েছেন। লোডশেডিংয়ের কারণে জেলার কয়েকটি এলাকায় ইতোমধ্যোই ভুক্তভোগীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করলেও অবস্থার উন্নতি নেই।
জানা গেছে, চাঁদপুর জেলা শহরে এক ঘন্টা পরপর বিদ্যুৎ আসা যাওয়া করছে। জেলা শহর থেকে পৌর এলাকায় লোডশেডিং আরও বেশি হলেও যাওয়া-আসার মধ্যে আছে। কিন্তু গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের চিত্র ভয়াবহ। সেখানে একবার বিদ্যুৎ গেলে কখন আসবে তার খবর থাকছে না।
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী শাখাওয়াত হোসেন বলেন, আমি হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনিমুড়া এলাকায় থাকি। সেখানে ২৪ ঘন্টার মধ্যে এক ঘন্টাও বিদ্যুৎ থাকে না। আর হাজীগঞ্জ বাজারে দিন-রাতে ৮-১০ ঘন্টার মতো বিদ্যুৎ পাওয়া যায়। আর এ উপজেলার ইউনিয়ন পর্যায়ের এলাকাগুলোতে ২৪ ঘন্টার মধ্যে ৩-৪ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়।
তিনি আরও বলেন, তীব্র গরমে অনেকেই রাতে ঘরের বাইরে মশারি টানিয়ে ঘুমাচ্ছে।
হাইমচর উপজেলার ব্যবসায়ী দিপু পাটওয়ারী বলেন, লোডশেডিংয়ের কথা বলে লাভ নাই। এখানে দিনের মধ্যে কমপক্ষে ২০ বারেরও বেশি বিদ্যুৎ চলে যায়। ২৪ ঘন্টার মধ্যে ২ ঘন্টাও আমরা বিদ্যুৎ পাই না।
চাঁদপুর সদর উপজেলার হামানকর্দি এলাকার গৃহীনি ফিরোজা আক্তার বলেন, আমার মেয়ের স্কুলে এখন মডেল টেস্ট চলছে। রাতে পড়ার সময় বিদ্যুৎ থাকে না। বাচ্চারা পড়তে পারছে না।

তিনি জানান, গতকাল মঙ্গলবার মাগরিবের পর ১০ মিনিট বিদ্যুৎ ছিল। এরপর বিদ্যুৎ গিয়ে আসে রাত ১১টায়। এরপর ২০-২৫ মিনিট থাকার পর আবার শুরু হয় লোডশেডিং, আসে রাত ৪টায়। এভাবে দিনে রাতে বিদ্যুৎ এসে থাকে ১৫-২০ মিনিট আর লোডশেডিং থাকে ২-৪ ঘন্টা।
শাহরাস্তি উপজেলার সংবাদকর্মী জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। গতকাল সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ যাওয়ার পর রাত ১টায় আসে। এরপর সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না।
তিনি জানান, পৌর এলাকায় ২৪ ঘন্টার মধ্যে গড়ে ১২-১৪ ঘন্টা থাকে। আর ইউনিয়ন পর্যায়ের এলাকায় গড়ে ১৬ ঘন্টাই বিদ্যুৎ থাকে না।
এছাড়া ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নির্বাচনি এলাকা মতলব পৌরসভায় ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এ উপজেলার ইউনিয়ন পর্যায়ের লোডশেডিং থাকে ১২-১৪ ঘন্টা।
চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোরশেদ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদপুর জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১১০ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে মাত্র ৪০-৫০ মেগাওয়াট। কখনও কখনও আবার ৩০ মেগাওয়াটও দেওয়া হয়। এর মধ্যে পিডিবির চাহিদা ২৫ মেগাওয়াট, পাওয়া যাচ্ছে ১৩-১৫। পল্লী বিদ্যুতের চাহিদা ৮৫ মেগাওয়াট, দেওয়া হচ্ছে মাত্র ২৫-৩০ মেগাওয়াট।’
তিনি আরও বলেন, ‘আমরা কখনও তিনভাগের একভাগ আবার কখনও অর্ধেক পাই। তবে আমাদের থেকে পল্লী বিদ্যুতের অবস্থা আরও খারাপ।
বিদ্যুতের এ প্রকৌশলী বলেন, ‘আমরা ন্যাশনাল গ্রিড থেকে বিদ্যুৎ পাই। ন্যাশনাল গ্রিডকে রক্ষার জন্য ন্যাশনাল লোড ডেসপার সেন্টার আছে। জাতীয় গ্রিডকে রক্ষার জন্য সেখান থেকে লোডশেডিং করা হয়। প্রয়োজনে ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার থেকে রিমোর্টের মাধ্যমে কাটতে পারে। গত কয়েকদিন মাঝে মধ্যে তারা কাটছে। এ কারণে একটু কষ্ট হচ্ছে। এখান থেকে বিদ্যুৎ দেওয়ার সুযোগ নেই। ঢাকা থেকে যেটা ইমপোর্ট করে সেটাই হয় এবং তা করা হয় রোটেশনালি রেশনিং পদ্ধতিতে।’
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়