X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নাই: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ২০:৪২আপডেট : ০৬ জুন ২০১৭, ২০:৪৩

এইচ এম এরশাদ (ফাইল ছবি-সংগৃহীত) জাতীয় পার্টি ও জাতীয় সম্মিলিত জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রহমতের দশদিনেও মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নাই। রহমত বর্ষণ করেন নাই। খবরের কাগজ পড়লে খুন, ধর্ষণ, বাড়িছাড়া, জমি দখল ইত্যাদি খারাপ খবর চোখে পড়ে। আমরা কোন দেশে বাস করছি। এর পরিবর্তন আনতে হবে। আমরাই পরিবর্তন আনবো।’

মঙ্গলবার (৬ জুন) বিকালে কাকরাইলের ইনস্টিটউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ হলে জোটের ইফতার পার্টির আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন। ক্ষমতায় গিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করবেন বলেও উল্লেখ করেন তিনি। 

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘দেশে অবিচার চলছে, জান-মালের নিরাপত্তা নেই, শান্তি নেই। আমাদের প্রতিশ্রুতি হোক- অবিচার-দুঃশাসন থেকে দেশকে  রক্ষা করবো।মানুষের জানমালের নিরাপত্তা বিধান করবো, মানুষের বাড়িঘর রক্ষা করে দেশ ও জাতিকে মুক্ত করবো। সুশাসন প্রতিষ্ঠা করবো। এটাই জোটের অঙ্গীকার। আল্লাহ যেন আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করেন।’

জোটের ইফতার পার্টিতে বক্তব্য রাখেন জোটের শীর্ষনেতা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান, জাতীয় পার্টির মহাসচিব ও জোটের মুখপাত্র এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান।

জোটের মুখপাত্র এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, ‘জোটগতভাবে এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে সম্মিলিত জাতীয় জোট আগামীতে ক্ষমতায় যাবে। কেন্দ্রীয়ভাবে লিয়াজো কমিটি হয়ে গেছে। জেলা উপজেলায় ঈদের পরে হবে। জোটগতভাবে যৌথসভা করে নির্বাচনি কৌশল ঠিক করা হবে।’

জাপা দফতর সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কোচেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, সেলিম উদ্দিন এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, জহিরুল আলম রুবেল, একে এম আশরাফুজ্জামান খান প্রমুখ।

/এসটিএস/এফএস/ 

আরও পড়ুন- 


কানে না ‘শোনা’ এখন অতীত

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী