X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

লংগদুতে তদন্ত কমিটির গণশুনানি

রাঙামাটি প্রতিনিধি
০৬ জুলাই ২০১৭, ১৪:১৩আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৪:১৩

 

রাঙামাটিতে গণশুনানি অনুষ্ঠিত (ছবি- রাঙামাটি প্রতিনিধি) রাঙামাটির লংগদুতে অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়ে মন্ত্রীপরিষদ গঠিত তদন্ত কমিটি গণশুনানির আয়োজন করেছে। বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এসময় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। এসময় তদন্ত কমিটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক  দীপক চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনজুরুল আলাম, কমান্ডেন্ট এস পি এম এ মাসুদ, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাঙামাটি আবু সাহেদ চৌধুরী, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহ্দী ইমামসহ, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম।

এসময় তদন্ত কমিটির প্রধান অতিরিক্তি বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা বলেন, ‘আমরা এসেছি আপনাদের সবার কথা শুনতে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবো। বিস্তারিত শুনে মনে হচ্ছে এলাকাটিতে আগে যে সম্প্রতি ছিল, তা নষ্ট করা হয়েছে। কিন্তু কিভাবে এই শান্তি ও সম্প্রতি ফিরিয়ে আনা যায়, সবাই মিলে সেই চেষ্টা করতে হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ জুন) লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মোটরসাইলেক চালক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। ২ জুন সকালে প্রতিবাদ মিছিল থেকে স্থানীয় পাহাড়িদের দোকান, বসত ঘরসহ চারটি গ্রামের দুই শতাধিক বাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাঙালিরা এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করে।  

এদিকে,  শুক্রবার (৯ জুন) খাগড়াছড়ির দীঘিনালা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হলে তারা নয়ন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। নয়নের মোটরসাইকেলটিও দীঘিনালার মাইনী নদী থেকে উদ্ধার করা হয়েছে। প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুই ব্যক্তি রমেল চাকমা ও জুনেল চাকমা জানিয়েছে, মোটরসাইকেল ছিনতাই করার জন্যই তারা নয়নকে হত্যা করে। তবে নয়ন হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেলটি কোথাও নিয়ে যেতে না পারায় তা মাইনী নদীতে ফেলে দেয়।

/জেবি/ 

আরও পড়তে পারেন: পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে সহকর্মী ও হোটেল কর্মচারীদের মারধরের অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৫)
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
থ্যালাসেমিয়া পেশেন্টস অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক হিসেবে দেখছি: হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’