X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিএনপির লন্ডন মার্কা সহায়ক সরকার জনগণ মানবে না: সেতুমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৬:৫১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৬:৫৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লন্ডনে সফররত বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া টেমস নদীর পাড়ে বসে নাকি বাংলাদেশের সহায়ক সরকারের রূপরেখা তৈরি করছেন। বিএনপির তৈরি লন্ডন মার্কা সহায়ক সরকার এদেশের জনগণ মেনে নেবে না।’

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরমুক্ত মঞ্চ ময়দানে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা এবং সদস্য সংগ্রহ অভিযানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনও কারণ নেই। বিএনপির একজন পালিয়ে আছেন লন্ডনে। সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে হেরে যাবে ভেবে নানা ছল-চাতুরি করে নির্বাচন কমিশনকে বির্তকিত করার নতুন খেলায় মেতে উঠেছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতু নেচ্ছা বাপ্পী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন, উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরে ৫৯ কোটি টাকা ব্যয়ে তিতাস নদীর ওপর প্রস্তাবিত ২১৯ দশমিক ৪৫৬ মিটার দৈর্ঘ্য এবং ১৪ মিটার প্রস্থ দ্বিতীয় তিতাস সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এবং সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ সড়ক সেতুমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিএল/  

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট