X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

১৫ বছরেও জোটেনি মীর কাশেমের প্রতিবন্ধী ভাতা

কক্সবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৮:৪২আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৮:৪৮

happy

দীর্ঘ ১৫ বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিবন্ধি ভাতা পাননি কক্সবাজারের রামুর মীর কাশেম। তিনি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ১৫ বছর ধরে তিনি প্রতিবন্ধী ভাতার জন্য প্রশাসনের ধারে ধারে ঘুরে বেড়ালেও এখনো জোটেনি প্রতিবন্ধী ভাতা। দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিবন্ধী ছেলেকে আগলে রেখেছেন তার মা। দুই সপ্তাহ আগে মায়ের মৃত্যু পর মীর কাশেমকে দেখাশোনার কেউ নেই।

মীর কাশেম কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়া গ্রামের বাসিন্দা। তিনি কথা বলতে পারেন না। তার কোনও সমস্যার কথা কাউকে বোঝাতে পানে না। তিনি ঠিক মতো হাঁটতেও পারেন না। কখন, কোথায় যান, কী করেন ঠিক নেই। যে কারণে সব সময় তার খেয়াল রাখতে হয়। আগে বাবা-মা দুজনে মিলে তার খেয়াল রাখতেন। ১২ বছর আগে তার বাবা হাজী ইউসুফ আলী মারা যান। এর পর থেকে মা নুর জাহান একাই ছেলের দেখাশোনা করতেন। কিন্তু দুই সপ্তাহ আগে তিনিও মারা গেছেন। মা-বাবা ছাড়া প্রতিবন্ধী মীর কাশেমকে এখন কে দেখাশোনা করবে? তার কি হবে? এসব বিষয় চিন্তা করে সরকারি সাহায্যের জন্য তার ভাই স্কুল শিক্ষক মফিজুর রহমান নানা স্থানে ধর্ণা দিচ্ছেন।

মীর কাশেমের ভাই শিক্ষক মফিজুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে ভাইয়ের প্রতিবন্ধী ভাতার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। আমি সামান্য বেতনে টেকনাফ উপজেলার সাবরাংয়ের একটি স্কুলে শিক্ষকতা করছি। প্রতি বৃহস্পতিবার রামুর বাড়িতে আসি আর শনিবার টেকনাফে চলে যাই। এভাবে ভাইকে দেখাশোন করা কঠিন হয়ে পড়েছে। সরকার কিছু সাহায্য করলে ভাইয়ের দেখশোনার জন্য একজন লোক নিয়োগ করতে পারতাম।’

এ প্রসঙ্গে স্থানীয় জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ সদস্য মফিজুর রহমান বলেন, ‘আল্লাহর রহমতে আমি পর পর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু মীর কাশেমের বিষয়টি না জানায় প্রতিবন্ধী ভাতার তালিকায় নাম জমা দেওয়া সম্ভব হয়নি। এবার তার নাম তালিকায় দেওয়ার চেষ্টা  করব। ’

কক্সবাজার সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী বলেন, ‘২০০০ সালে প্রতিবন্ধী ভাতা চালু হয়। নিয়ম অনুযায়ী স্থানীয় চেয়ারম্যান-মেম্বাররা তাদের এলাকার প্রতিবন্ধীদের নাম জমা দিবে, পরে উপজেলা সমাজসেবা অফিস তা তালিকায়ভুক্ত করবে। যেহেতু স্থানীয় ইউনিয়ন পরিষদ মীর কাশেমের নামটি জমা দেয়নি, তাই প্রতিবন্ধী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।’

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাজাহান আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জেনেছি। মীর কাশেমের প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: পাহাড় ধসে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু


সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস