X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ছাত্র নিখোঁজ, বাটি চালান দিয়ে খুঁজছে স্কুল কর্তৃপক্ষ!’

উজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
২৪ জুলাই ২০১৭, ০৮:০০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৮:০০

 

নিখোঁজ মাহিদুল ইসলাম আকিব (ছবি- প্রতিনিধি) ব্রাহ্মণবাড়িয়ায় মাহিদুল ইসলাম আকিব (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ৮ জুলাই কাউতলীর উইজডম স্কুল অ্যান্ড কলেজের আবাসিক হোস্টেল থেকে নিখোঁজ হওয়া ওই ছাত্রের রবিবার (২৩ জুলাই) বিকাল পর্যন্ত কোনও হদিস পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে নিখোঁজ আকিবের স্বজনরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছে। আর এদিকে, বাটি চালান দিয়ে জিনের মাধ্যমে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ।
নিখোঁজ শিক্ষার্থীর মা শেফালী বেগম বলেন, ‘৯ জুলাই বেতন দেওয়ার জন্য উইজডম স্কুল অ্যান্ড কলেজে গিয়ে জানতে পারি, এর আগের দিন ৮ জুলাই থেকে আমার ছেলে আকিব নিখোঁজ। এরপর আত্মীয়-স্বজনদের বাসাসহ নানান জায়গায় আকিবকে খোঁজে না পেয়ে ১৪ জুলাই সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। এসময় জিডি না করার পরামর্শ দেয় স্কুল কর্তৃপক্ষ। শুরুতে তারা বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা করে। পরে অবশ্য তারাও সদর মডেল থানায় জিডি করে। শুনেছি, বাটি চালান দিয়ে জিনের মাধ্যমে আকিবের অবস্থান জানতে পেরেছেন উইজডম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোনায়েম খান।
নিখোঁজের মামা জাকির হোসেন জানান, তার বোনজামাই ইব্রাহিম খলিল প্রবাসে থাকেন। বোন এবং ভাগ্নে আকিবকে তিনিই দেখাশোনা করে থাকেন। আকিবের নিখোঁজ হওয়ার দায় কোনোভাবেই স্কুল কর্তৃপক্ষ এড়াতে পারে না। উইজডম স্কুল অ্যান্ড কলেজ ভবন (ছবি- প্রতিনিধি)
এ ব্যাপারে অধ্যক্ষ মোনায়েম খান বলেন, ‘ছেলেটি চঞ্চল প্রকৃতির। এর আগেও সে কয়েকবার স্কুল থেকে পালিয়েছিল। আমরা ছেলেটিকে অনেক জায়গায় খুঁজেছি। থানায় জিডিও করেছি। পাশপাশি, বাটি চালান দিয়ে জিনের মাধ্যমে ছেলেটির সন্ধানও করেছি। জিনের মাধ্যমে জানতে পেরেছি, ছেলেটি ঢাকায় আছে। কয়েক দিনের মধ্যেই সে বাড়ি ফিরে আসবে।’
থানায় জিডি না করার পরামর্শ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘এ অভিযোগ ঠিক নয়। আমরা থানায় জিডি করতে মানা করিনি। তবে ফেসবুকে ছবি দিয়ে আকিবকে না খোঁজার পরামর্শ দিয়েছি আমরা। নিখোঁজের নিরাপত্তার দিক চিন্তা করে আমরা এ পরামর্শ দিয়েছি।’
এ ব্যাপারে পৌর এলাকার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার বলেন, ‘ছেলেটি নিখোঁজ হওয়ার পর স্কুল কর্তৃপক্ষের আচরণ ছিল প্রশ্নবিদ্ধ। নিখোঁজের দায় স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবির হোসেন বলেন, ‘দুই পক্ষ থেকে জিডি করা হয়েছে। নিখোঁজ ছেলেটির খোঁজ নেওয়া হচ্ছে। আশা করছি, শিগগিরই তাকে খোঁজে পাওয়া যাবে।’
/এমএ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে