X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে প্রকাশ্যে মারধর, কারাগারে স্বামী

চট্টগ্রাম ব্যুরো
২৭ জুলাই ২০১৭, ০৯:১২আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৯:১২

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে স্ত্রীকে মারধর করায় তার স্বামী আব্দুর রহমানকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৬ জুলাই) দুপুরে মহানগর হাকিম আল ইমরানের আদালতের সামনে এ ঘটনা ঘটলে আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে তাকে কারাগারে পাঠান।



মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত চলাকালীন সময়ে এজলাশের অদূরে আব্দুর রহমান ও তার স্ত্রী শারমিন আক্তার মারামারি শুরু করে। এসময় তাদের চিৎকার শুনে বিচারক তাদেরকে আদালতে ডেকে আনেন। এজলাশের সামনে এসেও তারা বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসার হুকুম দেন। পরে পুলিশ তাদেরকে কাঠগড়ায় নিয়ে আসলে। তখন স্ত্রী শারমিনের মুখে বর্ণনা শুনে স্বামীকে জিজ্ঞেস করলে সে স্ত্রীকে মারধরের কথা স্বীকার করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ‘ আদালত আব্দুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন বলে তিনি জানান।
আব্দুর রহমান ও তার স্ত্রী শারমিন নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাকলিয়া থানা পুলিশ শারমিনের বড় ভাই মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতে হাজির করা হলে দুপুরে শারমিন ও তার স্বামী সেখানে তার ভাইকে দেখতে যান। এসময় আব্দুর রহমান তার স্ত্রীর শারমিনের মোবাইল কেড়ে নিতে চাইলে তার সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে শারমিন তার কলার ধরে টান দিলে আব্দুর রহমান প্রকাশ্যে তাকে মারধর করে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা