X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফেনীতে অস্থির চালের বাজার, নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের অভিযান

ফেনী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:২০

বিশেষ অভিযান চলছে ফেনীর অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে আনতে শহরের বড় বড় চালের আড়ত, তাকিয়া বাজারে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে এমন একটি অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, তাকিয়া বাজার ইসলামপুর রোডের কমলাপট্রির মেসার্স হাজী মহিউদ্দিন চালের আড়তে অভিযানের সময় আড়তের ক্রয় রশিদ পরীক্ষা করা হয়। দেখা যায়, মিনিকেট,পারিজা, কাটারি সিদ্ধসহ বিভিন্ন প্রকার চালে ক্রয় মূল্যের চেয়ে প্রতি কেজিতে ৭/৮ টাকা দরে বেশি বিক্রি হচ্ছে বলে প্রতীয়মান হয়। প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

পরে বিকালে ক্রয়মূল্যের চেয়ে সমিতির নির্ধারিত মুনাফা সর্বোচ্চ ২/৩ টাকা যোগ করে চাল বিক্রি করবেন এই শর্তে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়।
এই ছাড়া মেসার্স হাজী ছালেহ আহম্মেদ আড়তেও একই চিত্র দেখতে পায় টাস্কফোর্স। এই প্রতিষ্ঠানটিও সাময়িকভাবে বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে অনুরূপ শর্তে সেটি খুলে দেওয়া হয়। অভিযান চালানো হয় মেসার্স জালাল আহম্মেদের আড়তে। এ সময় চাল মালিক সমিতি অবৈধ মুনাফা আদায় করে চালের বাজার অস্থিতিশীল করবেন না বলে মুচলেকা দেয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এম এনামুল করিম বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের একটি দল সম্পূর্ণ অযৌক্তিকভাবে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন। জেলা প্রশাসন এ ধরনের ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’
অভিযানে ফেনীর এস পি হেডকোয়ার্টার খালেদ হোসেন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অংশ নেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম