X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আদনানকে হত্যার দায় স্বীকার করে পাঁচ আসামির জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০১৮, ১১:০২আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৪:৩২

আদনান হত্যার ঘটনায় গ্রেফতার আসামিরা চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় গ্রেফতার পাঁচ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা আদনানকে হত্যার দায় স্বীকার করেছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান পাঁচ আসামির জবানবন্দি রেকর্ড করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই ) ইমদাদ হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার পাঁচ আসামি হত্যার দায় স্বীকার করেছে। তাদের দেওয়া হত্যাকাণ্ডের বর্ণনার সঙ্গে সিসিটিভি ফুটেজে পাওয়া দৃশ্যের মিল পাওয়া গেছে। তারা জানিয়েছে, আদনানের সঙ্গে তাদের কোনও বিরোধ ছিল না। দু’জন ছোট ভাইকে সাহায্য করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘তাদের জবানবন্দিতে আরও দুয়েকজনের নাম এসেছে। যার কাছ থেকে তারা পিস্তলটি নিয়েছে আমরা তার নাম পেয়েছি। তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, তারা পিস্তলটি মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এনামের কাছ থেকে এনেছে। এনাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। এনাম রাজনীতিতে স্থানীয় চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের অনুসারী হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নগরীর জামালখান এলাকায় ছুরিকাঘাতে খুন হয় চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আদনান। পুলিশ জানিয়েছিল, সপ্তাহখানেক আগে মহসিন কলেজের মাঠে খেলা নিয়ে আদনান ও তার বন্ধুদের সঙ্গে জামালখান এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আদনান খুন হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ১৭ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে ফটিকছড়ি এলাকার ছাত্রলীগের এক নেতার বাসা থেকে চার জন এবং নগরী থেকে আরও একজনকে গ্রেফতার করে।

গ্রেফতার পাঁচজন হলো নগরীর চান্দগাঁওয়ের হাজেরা তজু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মঈন খান, সাব্বির খান ও মুনতাসির মোস্তফা, চকবাজার ডিসি রোডের হলি ফ্লাওয়ার স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী এখলাছ উদ্দীন আরমান এবং ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করা আবদুল্লাহ আল সাঈদ।

ঘটনার বিষয়ে তারা জানিয়েছে, ১৬ জানুয়ারি দুপুর ১টার দিকে জামালখান মোড়ে আদনান ও তার কয়েকজন বন্ধু আইডিয়াল স্কুলের কয়েক শিক্ষার্থীকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা দৌড়ে জামালখানে ‘মেজ্জান হাইলে আয়্যূন’ নামে একটি রেস্টুরেন্টে ঢোকে। সেখানে গ্রেফতার মঈন, সাব্বির, সাঈদ, আরমান ও মুনতাসির এবং আরও তিন রাজনৈতিক বড় ভাই বসে আড্ডা দিচ্ছিলো। দৌড়ে গিয়ে আড্ডারত বড় ভাইদের সাহায্য চাইলে মঈন, সাব্বির, সাঈদ, আরমান ও মুনতাসির হোটেল থেকে বেরিয়ে আদনানদের পাল্টা ধাওয়া দেয়।  তখন আদনানকে ফেলে তার বন্ধুরা পালিয়ে যায়।  সাব্বির এসে আদনানের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং কিল-ঘুষি মারতে থাকে।  আরমান ও সাঈদ তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। আদনান দৌড়ে পালানোর সময় মুনতাসির পেছন থেকে টি-শার্ট টেনে ধরলে পেছনের অংশ ছিঁড়ে রাস্তায় পড়ে। তখন মঈন সামনে থেকে এসে আদনানের পেটের একপাশে ছুরিকাঘাত করে। এরপর চার জন পেছন দিকে গণি বেকারির দিকে চলে যায়। ছুরিকাহত আদনান জামালখান মোড়ে খাস্তগীর স্কুলের দিকে দৌড়ে যেতে যেতে পড়ে যায়। পরে বন্ধুরা আদনানকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দৌড়ে যাওয়ার সময় আদনানের ডান পা থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
বিটিআরসিকে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের অনুরোধ করবেন আরাফাত
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল