X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: হলে তল্লাশি, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৫


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র এ তথ্য জানিয়েছেন। তল্লাশির সময় ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে তিনি জানান। 
লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালানো হয়। এ সময় শাহজালাল হলের ব্যালকুনিতে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি পাওয়া গেছে। এছাড়া দুটি হল থেকে ছোরা, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ১২ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহসিন মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালানো হয়। এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করা হয়। তারা হাটহাজারী থানা হেফাজতে রয়েছেন।’ 
এদিকে, সোমবার ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের হোসপাইপ কেটে দিয়েছে ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগের বাধায় এখন পর্যন্ত কোনও শাটল ট্রেন ক্যাম্পাসে যেতে পারেনি। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। 
ষোলশহর স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেন। তাদের বাধায় এখন পর্যন্ত কোনও শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি।’
প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার বিকাল ৩টার দিকে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের বিবদমান এ দুটি পক্ষের একপক্ষ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও অন্যপক্ষ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ওই রাতে শাহ আমানত ও শাহজালাল হলে তল্লাশি চালায়।

 

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল