X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

একুশের শ্রদ্ধা জানাতে ভাষা শহীদ সালাম নগরে মানুষের ঢল

ফেনী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৮

একুশের শ্রদ্ধা জানাতে সালাম নগরে সর্বস্তরের জনতার ভীর

অমর একুশের শ্রদ্ধা জানাতে ভাষা শহীদ সালাম নগরে সর্ব স্তরের মানুষের ঢল নেমেছে। ভোর হওয়ার আগেই স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জেলার দাগনভূঞার সালাম নগরে শহীদ বেদীতে দল বেঁধে আসতে থাকে এবং শ্রদ্ধা জানায়।

এর পর তারা সালাম নগরে স্থাপিত সালাম স্মৃতি যাদুঘর, সালামের পৈতিক বসতঘর ও স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভাষা সৈনিক ও তার পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এই সময় একুশের পদক প্রাপ্ত ভাষা সৈনিক সামছুল হুদাকে সংবর্ধনা দেওয়া হয়।

স্থানীয় সিলোনীয়া হাই স্কুলের শিক্ষার্থী নাজমুল, শহীন ও ফেরদোসী বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমরা ভাষা আন্দোলনে বীর শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে এসে একজন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিকে দেখার ও তার মুখ থেকে ভাষা আন্দোলনের সেই সময়ের কথা শুনার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’

দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্র ইকবাল ও নূরনবীসহ তার সহপাঠিরা জানায়, আজকের দিনটি চেতনার, আবেগের ও অনভূতির। আমরা ভাষা শহীদদের স্মরণ করতে ও তাদের চেতনাকে জাগ্রত রাখতে তিন কিলোমিটার হেঁটে সালাম নগরে এসেছি।

ওই এলাকার বাসিন্দা আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পেসিডিয়াম সদস্য আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাষার শহীদ সালাম আমার এলাকার গর্ব ও গৌরব। তাই প্রতিবছরই দিবসটি পালনে এলাকায় এসে রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে দিবসটি পালন করি। সালাম নগরে শ্রদ্ধা জানাই। আলোচনা সভা করি। নতুনদের ইতিহাস সম্পর্কে জানতে নানা কর্মকাণ্ডের আয়োজন করি।

এদিকে দিবসের প্রথম প্রহরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এই সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফেনী প্রেস ক্লাব, জেলা আওয়াম লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতি দল ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।

সকালে শহীদ বেদীতে পুস্ফমাল্য প্রদান করেন বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ।

অপরদিকে, সকালে সালাম নগরে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম  সরকার, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমুখ।

 আরও পড়ুন: নোয়াখালীতে পুলিশ পরিচয়ে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ   

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক