X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জব্বারের বলী খেলায় ষাটোর্ধ্ব দুই বলীর লড়াই

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
২৬ এপ্রিল ২০১৮, ০২:২৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ০২:২৮

জব্বারের বলী খেলায় ষাটোর্ধ্ব দুই বলীর লড়াই জব্বারের বলী খেলার এবারের ১০৯ তম আসরে অংশ নিয়েছেন ষাটোর্ধ্ব মফিজ বলী ও খাজা আহমদ বলী। বুধবার বিকাল ৫টার দিকে তারা বলী খেলায় অংশ নেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের বলী খেলায় অন্যরকম আকর্ষণের সৃষ্টি হয়েছে।

মফিজ বলী চট্টগ্রামের হাটহাজারী এলাকার এবং খাজা আহমদ বলী পতেঙ্গা এল্কার বাসিন্দা।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন খাজা আহমদ। তার সঙ্গে পাল্লা দিয়ে পাল্টা আক্রমণে ব্যস্ত ছিলেন মফিজ বলী। কিন্তু শেষ পর্যন্ত কেউই কাউকে পরাজিত করতে পারেননি। দীর্ঘ সাড়ে ৩ মিনিট তুমুল প্রতিযোগিতার পর বিচারক দুই জনকেই যৌথ বিজয়ী ঘোষণা করেছেন।

মফিজ বলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি পাকিস্তান আমল থেকে বলী খেলে আসছি। যখন আমার বয়স ১০ বছর তখন থেকে বলী খেলি। তখন বড়দের খেলার আগে আমরা ছোটরা খেলতাম। এরপর গ্রামের বিভিন্ন এলাকায় অংশ নিতাম। এই জব্বারের বলী খেলায়ও দীর্ঘদিন ধরে অংশগ্রহণ করে আসছি।’

জব্বারের বলী খেলায় ষাটোর্ধ্ব দুই বলীর লড়াই এ পর্যন্ত কোথাও চ্যাম্পিয়ন হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘৩০ বছর আগে আমি দুই তিনবার এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। টেকনাফের বদু বলীর ভাই নুর মোহাম্মদ বলীর সঙ্গে খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছি। রাঙ্গুনিয়ার এক বলী এখন নাম মনে আসছে না তার সঙ্গে একবার চ্যাম্পিয়ন হয়েছি। আরেকবার রাউজানের আইয়ুব খান বলীর সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েছি।’

তিনি বলেন, ‘তখন অবশ্য এখনকার মতো এত বড় আকারে হতো না। পত্র-পত্রিকায় লিখা-লেখিও তেমন হতো না।’

একই ধরনের কথা বললেন খাজা আহমদ বলী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট বেলা থেকেই আমি বলী খেলা খেলে আসছি। গত কয়েক বছর ধরে প্রতিবছর এই খেলায় অংশ নিয়ে আসছি। গত বছর পারিবারিক সমস্যার কারণে অংশ নিতে পারিনি। ’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?