X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

কক্সবাজার প্রতিনিধি
২১ মে ২০১৮, ১৭:৪৭আপডেট : ২১ মে ২০১৮, ১৯:২৫

 

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি এবং খোঁজ-খবর নিতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার (২১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যান তিনি। পরে তিনি সেখানে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রিয়াঙ্কা চোপড়া ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর সড়ক পথে তিনি ইনানীর একটি পাঁচতারকা মানের হোটেলে ওঠেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বাংলা ট্রিবিউনকে জানান, ‘কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছান। সেখানে তিনি পাঁচতারকা মানের হোটেল রয়েল টিউলিপে ওঠেন। বিকাল ৪টায় ক্যাম্পের উদ্দেশে তিনি হোটেল থেকে বের হয়ে যান। এখন তিনি টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন।’

তিনি আরও জানান, ‘মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করে তিনি আবার হোটেলে ফিরে আসবেন।’

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরুজুল হক টুটুল বরেন, ‘আগামী ২২ মে মঙ্গলবার সকালে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রথমে উখিয়ার বালুখালী ও জামতলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপরে তিনি টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ২৩ মে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এই বলিউড অভিনেত্রী। পরদিন ২৪ মে বৃহস্পতিবার সকালে তিনি বিমানে করে কক্সবাজার ত্যাগ করবেন।’

এর আগে, ফেসবুক স্ট্যাটাসে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাচ্ছি। সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করবো ইনস্টাগ্রামে। এ বিষয়টি নিয়ে সারা বিশ্বের এগিয়ে আসা উচিত। ভাবা উচিত আমাদেরও।’

প্রিয়াঙ্কা চোপড়া এ সফরে এসেছেন ইউনিসেফের হয়ে। প্রকৃতি, স্বাস্থ্য, শিক্ষা, নারী অধিকার ইত্যাদি বিষয়ে কাজ করে চলেছেন এ বলিউড অভিনেত্রী। এর আগে গত বছর প্রিয়াঙ্কা গিয়েছিলেন জর্ডানে, সিরিয়ান শরণার্থী শিশুদের সঙ্গে সাক্ষাৎ করতে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ