X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লার বাস টার্মিনালগুলোর বেহাল দশা

মাসুদ আলম, কুমিল্লা
২৪ জুন ২০১৮, ১৯:৫৯আপডেট : ২৪ জুন ২০১৮, ২০:০২

কুমিল্লার বাস টার্মিনাল কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার আন্তঃজেলা বাস টার্মিনালগুলো দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় বেহাল দশার সৃষ্টি হয়েছে। এছাড়া টার্মিনালগুলোর প্রবেশ পথ ও পাশের রাস্তাগুলোর অবস্থাও বেহাল। এতে পানির মধ্যে যাত্রী ওঠানো-নামানো ও বাস স্ট্যাণ্ড করতে হয়।

জাঙ্গালিয়া বাস টার্মিনালটি ২০১১ সালে নির্মাণের পর আর সংস্কার হয়নি। এই টার্মিনালটিতে একটি দোতলা ভবন রয়েছে। বিভিন্ন বাস সার্ভিসের টিকিট কাউন্টার, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের অফিস, যাত্রীদের বসার স্থান ও টয়লেট সুবিধার জন্য ভবনটি নির্মাণ করা হয়েছিল। অভিযোগ রয়েছে নির্মাণ কাজের ত্রুটি থাকায় তিন বছর পরই ভবনটি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ। নগরীর নিয়মিত যাত্রী মোবারক হোসেন বলেন, কুমিল্লার বাস টার্মিনালগুলোর বেহাল দশা দীর্ঘদিনের। সেখানে গেলে মনে হয়ে কোনও নদীর ঘাটে কিছু নৌকা এসে ভিড়েছে। বিশেষ করে জাঙ্গালিয়া, শাসনগাছা টার্মিনালে পানি আর কাদার কারণে চলাচলে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোতাহার হোসেন বলেন, ‘বাস টার্মিনালগুলো জলাশয়ে পরিণত হয়েছে। বিশেষ করে জাঙ্গালিয়া বাস টার্মিনালের সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। দীর্ঘদিন যাবত শুনছি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। টার্মিনালটির অবস্থা বেহাল হওয়ায় যাত্রী ওঠা-নামার প্রয়োজনে বাস মালিক কর্তৃপক্ষ পৃথকভাবে স্ট্যাণ্ড তৈরি করেছেন। আশা করি সংস্কারের পর সার্ভিসগুলো টার্মিনালে আসতে বাধ্য হবে।’

কুমিল্লার বাস টার্মিনাল কুমিল্লা জেলা মোটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলী মনসুর ফারুক বলেন, ‘নগরীর টমছম ব্রিজ থেকে সরিয়ে ২০১১ সালে নির্মাণ করা জাঙ্গালিয়া টার্মিনালটির দীর্ঘদিন কোনও সংস্কার হয়নি। যার কারণে বাস সার্ভিসের মালিকরা টার্মিনাল থেকে সরে গিয়ে পৃথক স্ট্যান্ড তৈরি করেছেন। যার কারণে সড়কে যানজট সৃষ্টি হয়।’

কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সচিব মো. তাজুল ইসলাম বলেন, ‘টার্মিনালগুলোর বেহাল অবস্থা নিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। জাঙ্গালিয়া টার্মিনালটি দীর্ঘদিন আগে শুনেছি সিটি কর্পোরেশনে টেন্ডার হয়েছে। অন্যদিকে শাসনগাছা বাস টার্মিনালেও অবস্থা শোচনীয়। স্থানীয় এমপি মহদোয় এসে পরিদর্শন করেছেন। আশা করছি দ্রুত সংস্কার হবে।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘জাঙ্গালিয়া, চকবাজার ও শাসনগাছা বাস টার্মিনালগুলো সংস্কার প্রয়োজন। আমি নিজে পরিদর্শন করেছি। টেন্ডার হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে কাজ শুরু করতে পারছি না। জাঙ্গালিয়া বৃহত্তর কুমিল্লার আন্তঃজেলা বাস টার্মিনাল। এটার সংস্কার কাজের জন্য ৯ কোটি ৮৫ লাখ টাকা বিশ্ব ব্যাংকে অনুমোদন হয়েছে। টেন্ডার হয়েছে দুই মাস আগে। কাজ ঠিকাদারকে দেওয়া হয়েছে। সড়ক ও ড্রেন নির্মাণের পর টার্মিনালটি ৮ ইঞ্চি ঢালাই হবে। সংস্কার হবে ঝুঁকিপূর্ণ ভবনটি। টার্মিনাল সংস্কার হলে বাইরে থাকা বাস সার্ভিসগুলো এক জায়গায় চলে আসবে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল