X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

রাঙামাটি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ১৮:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৮:৩০

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ পাহাড়ঘেরা রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে এই নৌকাবাইচের আয়োজন করে। নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে। নৌকা, বোট ও লঞ্চে করে নৌকাবাইচ উপভোগ করেন দর্শনার্থীরা।

সরেজমনে দেখা যায়, চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের নিয়ে গঠিত দলের গ্রুপে চ্যাম্পিয়ন হয় পহেল চাকমার দল। দ্বিতীয় হয় সুশান্ত চাকমার দল ও তৃতয়ী সুশান্তের দল। দ্বৈত সাম্পানে চ্যাম্পিয়ন হন কামাল, দ্বিতীয় নজরুল ইসলাম ও তৃতীয় হন দিদার। এসময় অন্যতম আকর্ষণ ছিলো মহিলাদের নৌকাবাইচ। মহিলা নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয় অর্চনা ত্রিপুরার দল, দ্বিতীয় শান্তি ত্রিপুরার দল ও তৃতীয় হয় অনিতা চাকমার দল। এছাড়া কায়াক মহিলাবাইচে প্রথম হয়েছেন অপূর্ণা, দ্বিতীয় তাপসী ও তৃতীয় হন বিশাখা ও পারুমি (যৌথভাবে)।

নৌকাবাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় নৌকাবাইচ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক হাজি মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় আরও উপস্থিত ছিলেন— রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার সৈয়দ রিয়াদ মেহমুদ, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও পুলিশ সুপার আলমগীর কবির।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!