X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সেরা করদাতার সম্মাননা পেলেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ নভেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৫:২৮

 

চট্টগ্রামে সেরা করদাতার সম্মাননা পেলেন ১৪ জন ২০১৭-১৮ করবর্ষে চট্টগ্রামে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন ১৪ জন। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর জিইসি কনভেশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। একই অনুষ্ঠানে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার আরও ২৫ জনকে সেরা করদাতার সম্মাননা দেওয়া হয়।

সিটি করপোরেশন এলাকায় সেরা করদাতার সম্মাননা পেয়েছেন আব্দুল মোতালেব, এসএএম শাহজাহান, বৃহৎ করদাতা ইউনিটে সালাউদ্দিন কাশেম খান, মো. কামাল, আলী হোসেন আকবর আলী, সর্বোচ্চ নারী করদাতা ফারহানা মোমেন এবং ৪০ বছরের নিচে তরুণদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে মো. শাহাদাত হোসেন।

সিটি করপোরেশনের বাইরে জেলায় দীর্ঘ সময় বিভাগে বিশ্বেশ্বর গুপ্ত, সদরে আলা, সর্বোচ্চ বিভাগে অসিত কুমার সাহা, মো. দিদারুল আলম, মোহাম্মদ আবদুল মালেক, নারী বিভাগে রূপালী হক চৌধুরী এবং তরুণ বিভাগে আশিকুর রহমান লস্কর সেরা হয়েছেন।

কক্সবাজারে সেরা করদাতা হয়েছেন দীর্ঘ সময় করদাতা বিভাগে ওসমান গণি, হাফিজুল ইসলাম, সর্বোচ্চ করদাতা বিভাগে কামরুন নাহার, মোহাম্মদ আবু কাউসার, প্রকৌশলী মো. আলমগীর, নারী বিভাগে লাইলা বেগম এবং তরুণ বিভাগে আবদুল মাবুদ চৌধুরী।

রাঙামাটিতে সেরা হয়েছেন দীর্ঘ সময় বিভাগে রবীন্দ্র লাল দে, মাধব নাগ সর্বোচ্চ বিভাগে লোকমান হোসেন তালুকদার, আবুল মনসুর ওবায়দৌল্লা, সুলতান কামরুদ্দিন, নারী বিভাগে চিত্রা চাকমা এবং তরুণ বিভাগে মো. আসাদুজ্জামান মহসিন।

বান্দরবানে সর্বোচ্চ করদাতা বিভাগে সেরা হয়েছেন মোহাম্মদ নুরুল আবছার, অমল কান্তি দাশ, মাহবুবুর রহমান এবং নারী বিভাগে মে হ্লা প্রু।

খাগড়াছড়িতে দীর্ঘ সময় বিভাগে সেরা হয়েছেন স্বপন চন্দ্র দেবনাথ, মো. শামসুল আলম, সর্বোচ্চ বিভাগে ফরিদা আকতার, স্বপন চন্দ্র দেবনাথ, শিব শংকর দেব, নারী বিভাগে নুর নাহার বেগম এবং তরুণ বিভাগে মো. আবুল কালাম।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) রওশন আরা আক্তার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘দেশের অগ্রগতির পেছনে উদ্যোক্তা ও চাকরিজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা কর দিয়েছেন বলেই দেশের এ উন্নতি। উন্নত দেশের স্বপ্ন দেখি আমরা। এর জন্য দেশপ্রেম দরকার। নিজেদের স্বার্থে দেশকে এগিয়ে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার উদ্যোক্তাদের ট্রেড ফ্যাসিলিটি দিচ্ছে, ব্যাংক লোন দিচ্ছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, শিক্ষকদের বেতন দিচ্ছে। দেশের অকাঠামোগত উন্নয়ন করছে। সবই কর, রাজস্ব ও ভ্যাটের মাধ্যমে করছে সরকার।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু