X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মহসিন কলেজে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৪৪

সংঘর্ষে আহত এক শিক্ষার্থী চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্থানীয় যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু এবং নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, ১৩ ডিসেম্বর ডিগ্রি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সৈকত নামে নুরুল আজিম রনি গ্রুপের একজন ছাত্রলীগ কর্মীকে মারধর করে টিনু গ্রুপের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হানিফ সুমন, একই বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ুন কবীর, ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের আহাদ জিসান, ডিগ্রি দ্বিতীয় বর্ষের নুর কায়েস, সোহাগ, ইমরান, জয়ঘোষ ও রাকিব।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দুপুরে নুরুল আজিম রনির গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করার সময় তাদের লক্ষ করে উসকানিমূলক বক্তব্য দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সর্ম্পকে জানতে চাইলে নুরুল আজিম রনির অনুসারী ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ভর্তির সময় টিনু গ্রুপের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৯ নেতাকর্মী আহত হয়েছেন।’

নুরুল মোস্তফা টিনু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুনেছি মহসিন কলেজে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে আমি জানি না। তখন আমি আওয়ামী লীগের প্রার্থী নওফেল ভাইয়ের গণসংযোগে ছিলাম।’

চকবাজার থানার ওসি মোহাম্মদ নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিগ্রি ভর্তিকেন্দ্রীক একটি ঘটনাকে কেন্দ্র করে এ ছাত্রলীগের দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?