X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কারেন্ট জালের উৎপাদন বন্ধের আহ্বান দীপু মনির

চাঁদপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ২২:২০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:৩২

কর্মশালায় অন্যদের মধ্যে দীপু মনি (ছবি– প্রতিনিধি)

জাতীয় মাছ ইলিশের নিধন ঠেকাতে কারেন্ট জালের উৎপাদন বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা কৌশল বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. দীপু মনি বলেন, ‘ইলিশ নিধনের অপরাধে আমার জেলে ভাইদের আইনের আওতায় আনা হচ্ছে। আমি মনে করি, কারেন্ট জাল ব্যবহারকারী জেলেদের শাস্তি দিতে হবে। শুধু এ কাজ করলেই হবে না; কারেন্ট জালের উৎপাদনও বন্ধ করতে হবে, কারেন্ট জাল উৎপাদনকারীদের আইনের আওতায় আনতে হবে।’ সবার সম্মিলিত প্রচেষ্টায় ইলিশ মাছ রক্ষা হবে বলেও আশা প্রকাশ করেন।

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টার-ন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত ইকোফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মৎস্য অধিদফতর, মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং ওয়ার্ল্ড ফিশ।

শুক্রবার বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলা এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদফতরের মহা-পরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. মো. ইয়াহিয়া মাহমুদ, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মেলকন ডিকসন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ