X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

সমুদ্রে লাইসেন্সবিহীন নৌকা-ট্রলার চলতে দেওয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৩৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪৭

মো. আশরাফ আলী খান খসরু ( ছবি: সংগৃহীত) সমুদ্রে লাইসেন্সবিহীন নৌকা ও ট্রলার চালানোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, 'সমুদ্রে লাইসেন্সবিহীন নৌকা, ট্রলার কোনোভাবে চলতে দেওয়া হবে না। সমুদ্রে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে সরকারি নিয়ম মেনে মাছ আহরণ করতে হবে। নিরাপত্তার জন্য ট্রলার ও স্টিমারগুলোকে ইন্স্যুরেন্স করিয়ে নিতে হবে।'

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘সামুদ্রিক মৎস সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা উন্নয়ন ও অবৈধ মৎস আহরণ রোধ’ শিরোনামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, 'মিয়ানমার থেকে যেসব ট্রলার বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করবে। সেগুলোকে অবশ্যই আটকাতে হবে। এরপর সরকারিভাবে যা করা দরকার তা করা হবে।'

আশরাফ আলী খান খসরু বলেন, 'মা মাছ ধরা বন্ধে পদক্ষেপ নেওয়ায়, এখন মাছের সংখ্যা বেড়েছে। জেলেদের জালে এখন আগের চেয়ে অনেক বেশি মাছ ধরা পড়ে। যার সুফল দেশের মানুষ পাচ্ছে। মাছ ধারার ক্ষেত্রে কারেন্ট জাল এবং মেহেন্দি জালের ব্যবহার বন্ধ করতে হবে। এসব জাল ধ্বংস করার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইসুল আলম মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— মৎস্য অধিদফতরের মহাপরিচালক আবু সাঈদ ইসলাম, মৎস্য কর্মকর্তা সুমন বড়ুয়া, হাসান উল্লাহ বাবু, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাশুক হাসান আহমেদ, নৌ বাহিনীর কমান্ডার তানভির আহমেদ, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রমুখ।

এর আগে সামুদ্রিক মাছ আহরণ নিয়ে বিভিন্ন সমস্য ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নুরুল কাইয়ুম খান, মেরিন হোয়াইট ফিশ আহরণ ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু ও সদস্য মো. সাইদুল ইসলাম।

বক্তারা নিষিদ্ধ সময়ে বাংলাদেশের জলসীমায় ভারত ও মিয়ানমারের ট্রলারের অবৈধ প্রবেশ ও মাছ আহরণের বিষয় তুলে ধরেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’