X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

রাঙামাটিতে আলোর মুখ দেখছে না মাতৃভাষায় পাঠদান

জিয়াউল হক, রাঙামাটি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৮

রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি শ্রেণিকক্ষ প্রশিক্ষিত শিক্ষক সংকটের কারণে রাঙামাটিতে আলোর মুখ দেখছে না মাতৃভাষায় পাঠদান কার্যক্রম। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্ব-স্ব মাতৃভাষায় পাঠ্যক্রম অন্তর্ভুক্ত হলেও কর্মরত প্রাথমিক শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ নেই।

বনরূপা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্পনা তালুকদার বলেন, ‘প্রাক-প্রাথমিকে আমরা চাকমা ভাষায় প্রশিক্ষণ পাওয়ায় চাকমা ভাষায় শিশুদের ক্লাস নেওয়া হয়, কিন্তু মারমা ও ত্রিপুরা ভাষায় আমাদের প্রশিক্ষিত শিক্ষক না থাকায় ক্লাস নেওয়া সম্ভব হয় না।’

একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অর্চনা তালুকদার বলেন, ‘আমার বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে চাকমা ভাষা পড়ানোর মতো শিক্ষক থাকলেও মারমা, ত্রিপুরা ভাষার শিক্ষক এবং কোনও প্রশিক্ষিত শিক্ষক নেই।’

পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিকু চি মগ বলেন, ‘আমার বিদ্যালয়ে চাকমা ও মারমা কিছু শিক্ষার্থী থাকলেও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে ক্লাস নেওয়া যাচ্ছে না। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে সরকারের এ উদ্যোগ সফল হবে।’

শিক্ষা বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসু প্রু চৌধুরী বলেন, ‘জেলা পরিষদের পক্ষ থেকে গত দুই বছর থেকে শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই মাসেই আবার নতুন করে প্রশিক্ষণ দেওয়া শুরু করা হবে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘আমরা উপজেলা ভিত্তিক মাতৃভাষার প্রশিক্ষণের জন্য তালিকা পেয়েছি, যারমধ্যে চাকমা ভাষায় ৭৪৮ জন, মারমা ভাষায় ১০৩ জন, ত্রিপুরা ভাষায় ৫জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।’

জেলায় এ বছর চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার ৮৬ হাজার ৩১৮টি বই বিতরণ করা হয়েছে। চাহিদা ছিল ৮৬ হাজার ৭৬৯টি।

পার্বত্য শান্তি চুক্তির পর ২০১৭ সালে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চাকমা, মারমা, ত্রিপুরা গোরো ও সার্দি ভাষায় বই ছাপানো শুরু করা হয়। ২০১৯ সালে এ পাঠ্যক্রম প্রাক-প্রাথমিক থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি
সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি
গণঅনশনের পরও দাবি না মানলে বড় কর্মসূচি
গণঅনশনের পরও দাবি না মানলে বড় কর্মসূচি
পেটে ২৮২০ পিস ইয়াবা, শাহজালালে এপিবিএনের অভিযানে আটক
পেটে ২৮২০ পিস ইয়াবা, শাহজালালে এপিবিএনের অভিযানে আটক
দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের
দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত
বাংলাদেশসহ ৫ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত করলো ভারত