X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা থেকে সরে এলো কওমি মাদ্রাসার ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ২১:৩৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:৩৭

কওমি ছাত্রদের সভা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করবে না বলে জানিয়েছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নেন। এর আগে সন্ধ্যায় সমাবেশ করে তারা মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা দেন।

এ বিষয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাসুদুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনও মন্তব্য করবো না। আমাদের মুরব্বি জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী হুজুরের সঙ্গে কথা বলুন।’

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘আমরা কওমি ছাত্র ঐক্যপরিষদের জেলা শাখার নেতাদের সঙ্গে কথা বলেছি। জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী হুজুরের সঙ্গেও আমার কথা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ- দৌলা খানও তাদের সঙ্গে আলোচনা করেছেন। আমারা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, যে এটা রাষ্ট্রীয় পোগ্রাম। তারা সর্বশেষ আমাদের সঙ্গে একমত হয়েছেন। আগামীকাল রবিবার কোনও ধরনের বিশৃঙ্খলা হবে না বলে তারা আমাদেরকে আশ্বস্থ করেছেন।’

এর আগে শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামিয়া ইউনুছিয়া ইসলামীয়া মাদ্রাসা থেকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ইসলামের দৃষ্টিতে হারাম বলে আখ্যায়িত করে বিক্ষোভ মিছিল বের করে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে মঙ্গল শোভাযাত্রাকে হিন্দু এবং খ্রিস্টান সংস্কৃতির অংশ বলে আখ্যায়িত করে আগামীকাল ফজরের নামাজের পর মাঠে থেকে মঙ্গল শোভাযাত্রা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রা প্রতিহতের ঘোষণা কওমি শিক্ষার্থীদের

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১২মে, ২০২৫)
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল