X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় তুহিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ০২:০০আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০২:০০

কুমিল্লায় তুহিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার তুহিন নেওয়াজ হত্যা মামলার প্রধান আসামি বাবুল ওরফে চোরা বাবুলকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবুল ভাটপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি, দ্রুত বিচার ও নারী-শিশু নির্যাতন আইনসহ বিভিন্ন অপরাধের ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ভাটপাড়া এলাকার তুহিন গত ৩১ মার্চ রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির কাছে পৌঁছালে বাবুলসহ তার সঙ্গীয়রা তুহিনের ওপর হামলা চালায়। এসময় তারা তুহিনকে রড দিয়ে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তুহিনের চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঢামেকে’র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে মারা যান তুহিন। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় তুহিনের বড় ভাই শাহেনেওয়াজ বাদী হয়ে বাবুল ও তার বড় ভাই মাইনুদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে ১ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় পুলিশ মাইনুদ্দিনকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই নন্দন সাহা জানান, তুহিন হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে শনিবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি, দ্রুত বিচার এবং নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধে জেলার চান্দিনা, দেবিদ্বার ও কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে।

ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা জানান, নৃশংসভাবে সন্ত্রাসীরা তুহিনকে হত্যা করেছিল। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ