X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিজয়নগরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মে ২০১৯, ১৭:৫০আপডেট : ২৫ মে ২০১৯, ১৮:২৯

ঘটনাস্থলে মানুষের ভিড় (ছবি– প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (২৫ মে) বেলা পৌনে ১টার দিকে উপজেলার সাতবর্গ নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন– শান্তা রায় চৌধুরী (৩০), আবু তাহের (৫০) ও মিল্লাল উদ্দিন (৫২)। আহতরা হলেন– ফয়সল মিয়া (২৮), জুম্মান (২৭) ও ফারজিনা (২২)। হতাহতরা সবাই হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাওইর হালুয়াপাড়ার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় আহত তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (শনিবার) বেলা পৌনে ১টার দিকে বিজয়নগরের সাতবর্গে সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। পরে আশঙ্কাজনক অবস্থায় পাঁচ যাত্রীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্ত্যবরত চিকিৎসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক মো. সাইদুর রহমান জানান, আহত বাকি তিন জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাক আটক করে ভাঙচুর করে এবং প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। ঘটনার খবর পেয়ে বিজয়নগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রয়েছে। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
তোরণ ও ব্যানার টানিয়ে জরিমানা গুনলেন তিন প্রার্থী
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক