X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এক কলেজে একজনই পরীক্ষার্থী, তিনিও ফেল!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০১৯, ১৬:৪৬আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৭:০৩

অক্সফোর্ড মডার্ন কমার্স কলেজ ক্যাম্পাস

চট্টগ্রাম নগরীর পাঠানটুলী রোডের অক্সফোর্ড মডার্ন কমার্স কলেজ থেকে এবছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গত বুধবার (১৭ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার একটি মাত্র কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। আর সে প্রতিষ্ঠান হলো এই অক্সফোর্ড মডার্ন কমার্স কলেজ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২৬০ কলেজ থেকে এবার মোট ৯৮ হাজার ৯২৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আর মাত্র একটি কলেজ শতভাগ ফেলের তালিকায় রয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে অক্সফোর্ড মডার্ন কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৯ সালে আমাদের কলেজ থেকে তিনজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তাদের সবার অ্যাকাডেমিক প্রস্তুতি খারাপ ছিল। তাই আমরা কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করানোর পক্ষে ছিলাম না। এর মধ্যে একজনের অভিভাবকরা খুব অনুনয়-বিনয় করার পর শর্তসাপেক্ষে আমরা ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিই। কিন্তু সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।’

তিনি দাবি করেন, ‘২০০৯ সালে প্রতিষ্ঠার পর আমাদের কলেজ থেকে শিক্ষার্থীরা অনেক ভালো ফলাফল করতো। মাঝখানে আমরা কলেজটি বন্ধ করে দিতে চেয়েছিলাম। এ কারণে কলেজে স্টুডেন্ট ভর্তি করানো হয়নি। ট্রাস্টি বোর্ড থেকে কলেজটি চালু রাখার সিদ্ধান্ত হওয়ায় আমরা ভর্তুকি দিয়ে কলেজটি পরিচালনা করছি। যে তিনজন শিক্ষার্থীর এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদের আমরা বিনাবেতনে পড়িয়েছি। ২০২০ সালে এই কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ