X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নকলে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত, অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০১৯, ০২:৫২আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০৩:০৬

চট্টগ্রাম বিএড-এমএড পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী মোহাম্মদ নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) রাত ১১টার দিকে বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এলাকার ইউনুস সওদাগরের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী এ তথ্য জানিয়েছেন। নাজিম উদ্দিন এমএড কোর্সের শিক্ষার্থী হিসেবে বৃহস্পতিবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে তিনি জানান।
গ্রেফতার নাজিম উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত অপর্ণাচরণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অস্থায়ী শিক্ষক।
ওসি ফজলুর রহমান ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার বিএড-এমএড পরীক্ষা দেওয়ার সময় নাজিম উদ্দিন দুই শিক্ষককে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওইদিন বিকালে সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আজ রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে সরকারি সিটি কলেজের প্রশাসনিক ভবনের ৫০২ দুই নম্বর কক্ষে এমএড পরীক্ষা দিচ্ছিলেন নাজিম উদ্দিন। এসময় তার উত্তরপত্র থেকে বইয়ের পৃষ্ঠা উদ্ধার করেন ওই কক্ষে দায়িত্বরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন ও একই বিভাগের অতিথি শিক্ষক আরিফ মাহমুদ। পরে এ ঘটনায দুই শিক্ষক তার উত্তরপত্র কেড়ে নেন।
এ ঘটনায় নাজিম ওই দুই শিক্ষককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাদের কাছ থেকে উত্তরপত্র কেড়ে নিয়ে সেটি ছিঁড়ে ফেলে দেন। গালিগালাজ করার এক পর্যায়ে নাজিম, আরিফ মাহমুদের কলার ধরে থাপ্পড় মারতে থাকে। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে অপর শিক্ষক ইকবাল হোসেনকে লাথি মারে। এরপর দায়িত্বরত অন্য শিক্ষকরা এগিয়ে এলে নাজিম দ্রুত কলেজ থেকে বের হয়ে চলে যান। পরে ওই দিন বিকালে এ ঘটনায় সহকারী অধ্যাপক ইকবাল হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা দায়ের করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে