X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সুবর্ণচরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১৫:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৬:১৩

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ আবদুল আজিম জানান, শুক্রবার সকালে ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে আলামত সংগ্রহ করা হয়েছে।

চর জব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তারপরও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোস্তাননগরে বোনের মেয়েকে নিয়ে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। তখন মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোবারক আলী সওদাগরের ছেলে হোসেন ব্যাপারী (৪৫) ও ২নম্বর ওয়ার্ডের অলি উদ্দিনের ছেলে সোহেল (২৪) তাদের গতিরোধ করে। তারা তাকে তুলে চর আলাউদ্দিন বাজারের পশ্চিম পাশের একটি মাছের খামারে নিয়ে যায়। খামার বাড়িতে আরও দুই জন ছিল। সেখানে হোসেন ব্যাপারী ও সোহেল তাকে ধর্ষণ করে। তারা মোবাইলফোনে ধর্ষণের দৃশ্য ভিডিওধারণ করে এবং এ ঘটনা কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হোসেন ব্যাপারী তাকে গলায় পা দিয়ে চেপে হত্যার চেষ্টা করে। তখন সে অচেতন হয়ে পড়ে। তার বোনের মেয়ে বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে, তার মা লোকজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। রাত সাড়ে ১২টায় আলাউদ্দিন বাজারের পশ্চিম পাশের একটি মাছের খামার থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, অভিযোগটি সাজানো। ওদেরকে ফাাঁসানোর জন্য ঘটনাটি সাজানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি