X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মা-বাবার পাশে শায়িত হলেন বাদল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ নভেম্বর ২০১৯, ০০:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ০০:৪০

মা-বাবার পাশে শায়িত হলেন বাদল চট্টগ্রামের বোয়ালখালীর সারওয়াতলীতে নিজ গ্রামে ৪র্থ জানাজা শেষে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। শনিবার (০৯ নভেম্বর) রাত ৯টায় তাকে সমাহিত করা হয়।
এর আগে শনিবার বিকাল ৫টার দিকে সড়ক পথে তার মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে আসা হয়। বাদ মাগরিব জমিয়াতুল ফালাহ মসজিদে বাদলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আওলাদে রাসুল (সা.) সৈয়দ মুহাম্মদ তাহের শাহ’র (মা.জি.আ) বড় শাহাজাদা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ)।
দ্বিতীয় জানাজা জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে আয়োজন করা যায়নি। পরে ৫টা ৪০ মিনিটে মসজিদের ভেতরে বাদলের জানাজা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। মা-বাবার পাশে শায়িত হলেন বাদল
দ্বিতীয় জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাহফুজুর রহমান মিতাসহ অনেকে অংশ নেন।
পরে মসজিদ প্রাঙ্গণে পুলিশের পক্ষ থেকে একাত্তরের এই যোদ্ধাকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় লাল-সবুজের পতাকায় ঢেকে দেওয়া হয় বাদলের মরদেহ। বিউগলের সুরে সশস্ত্র সালাম জানানো হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
মা-বাবার পাশে শায়িত হলেন বাদল এরপর রাত সাড়ে ৬টার দিকে তার মরদেহ বোয়ালখালীতে নিয়ে যাওয়া হয়। রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ময়দানে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি সারোয়াতলীতে নিয়ে যাওয়া হয়। সেখানে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গালুরে নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মঈন উদ্দীন খান বাদল। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। এরপর শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ এলাকায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
জাল ভোট দিতে গিয়ে পেলেন ৬ মাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে