X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ফাউন্ডিং ফাদার জিয়াউর রহমান: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৯, ২৩:৩১আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০০:০৭

বক্তব্য রাখছেন আমীর খসরু জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘ফাউন্ডিং ফাদার’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দাবি করেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোনও একক ব্যক্তির মাধ্যমে হয়নি। এখানে বিভিন্ন মানুষের অবদান আছে। বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হচ্ছেন জিয়াউর রহমান। তাজউদ্দীন আহমদ, মওলানা ভাসানী, শেরেবাংলা এ কে ফজলুল হকসহ আরও অনেকের অবদান আছে। আওয়ামী লীগের বানানো ইতিহাস দেশের মানুষ বিশ্বাস করে না। ইতোমধ্যে সত্যিকারের ইতিহাস বেরিয়ে আসছে। সারা বিশ্ব তা জানছে।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে নগর মহিলা দল। অনুষ্ঠানে আমীর খসরু প্রধান অতিথি ছিলেন।

আমীর খসরু বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে বাংলাদেশে যে অস্থিরতা চলছিল, রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছিল, ৭ নভেম্বর সিপাহী জনতা সেখান থেকে রক্ষা করেছিল। বাংলাদেশ একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে এসেছিল। মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। ৭ নভেম্বর আমাদের পরিচিতি দিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের। এ নিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন গল্প শুনছি। দেশের রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ হয়ে গেছেন। তারা রাজনৈতিক প্রোপাগান্ডা চালাচ্ছেন। আওয়ামী লীগ তাদের মতো করে ইতিহাস রচনা করছে।’

তিনি আরও বলেন, ‘পেঁয়াজ বাংলাদেশের গৃহিণীদের কাছে একটা অন্যতম রান্নার উপাদান। এখন কেউ যদি বলেন পেঁয়াজ ছাড়া রান্না করতে হবে, তা কি মশকরা নয়? ডিমের দাম বাড়ছে বলে ডিম খাবেন না, তা কি হয়? জনগণের কাছে যাদের জবাবদিহি নাই, মানুষের কাছে যাদের ভোট চাইতে হয় না, তারাই এ ধরনের মশকরা করতে পারেন।’
নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ফাতেমা বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবীর, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরীন খান, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক