X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

হালদায় ফের মৃত ডলফিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:০৩

 

ছবি: সংগৃহীত চট্টগ্রামের হালদা নদীতে আবারও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় থাকা বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের মৃতদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মৃত ডলফিনটি হালদা নদীর হাটহাজারী অংশের আকবরিয়া এলাকায় নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়রা মৃত ডলফিনটি দেখে বিকাল ৪টার দিকে আমাকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে গিয়ে আমি বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার করে ল্যাবরেটরিতে নিয়ে আসি। এটির বয়স নির্ধারণ করা যায়নি। ওজন হবে ৩০-৩৫ কেজির মতো।’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতজনিত কারণে ডলফিনটি মারা যেতে পারে।

মনজুরুল কিবরিয়া বলেন, ‘মৃত ডলফিনটির মাথায় আঘাতে চিহ্ন আছে। আমরা ধারণা করছি, হালদা নদীতে চলা নৌযান বা অন্যকিছুর সঙ্গে আঘাত পেয়ে ডলফিনটি মারা যেতে পারে। ল্যাবরেটরিতে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

এ নিয়ে গত তিন বছরে হালদায় বিপন্ন প্রজাতির ২২টি গাঙ্গেয় ডলফিন মারা গেছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সমীক্ষা চালিয়ে দেখেছি হালদায় প্রায় ২০০টির মতো গাঙ্গেয় ডলফিন রয়েছে। এর মধ্যে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বর্তমান পর্যন্ত ২২টি ডলফিন মারা গেছে। এসব ডলফিনের অধিকাংশ আঘাত জনিত কারণে মারা গেছে। সর্বশেষ গত ১৬ এপ্রিল ছয় মাস বয়সী একটি ডলফিন নৌযানের আঘাতে মারা যায়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে