X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মেধা তালিকায় প্রথম, তারপরও হয়নি চাকরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ মার্চ ২০২০, ১১:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:৩৮

মেধাতালিকা

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় সহকারী কর আদায়কারী পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। ওই পদের জন্য মেধা তালিকায় প্রথম হওয়া প্রার্থীকে নিয়োগ না দিয়ে পঞ্চম স্থানে থাকা প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিয়োগ বঞ্চিত প্রার্থী নওয়াজীশ হোসাইন তানভীর।

রবিবার (২২ মার্চ) মেধা তালিকায় পঞ্চম স্থানে থাকা প্রার্থী চাকরিতে যোগ দিয়ে বিষয়টি জানাজানি হয়। এরপর নিয়োগপত্র চেয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ   তানভীর।

নিয়োগ বোর্ডে থাকা বাঁখখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম বলেন, ‘লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল বিবেচনায় নিয়ে যিনি প্রথম হয়েছেন আমরা তাকে নিয়োগ দিতে সুপারিশ করেছিলাম। কিন্তু এখন কাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটি আমরা অবগত নই। এ বিষয়ে পৌরসভার মেয়র আমাকে কিছু অবহিত করেননি।’

তিনি আরও বলেন, ‘প্রথম স্থানে থাকা প্রার্থী যোগদান না করলে তখনই অন্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার সুযোগ আছে। এছাড়া প্রথম প্রার্থীকেই নিয়োগ দিতে হবে।’

মেধাতালিকা গত বছরের ৭ অক্টোবর সহকারী কর আদায়কারী, সহকারী লাইসেন্স পরিদর্শক, সড়ক বাতি পরিদর্শক, জিপ চালক, অফিস সহায়ক (এমএলএসএস) ক্যাটাগরির পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাঁশখালী পৌরসভা কার্যালয়। ওই বিজ্ঞপ্তির বিপরীতে সহকারী কর আদায়কারী পদে ২৭ জন আবেদন করেন। তাদের মধ্যে ২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। ১৪ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ১৩ জন। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন  তানভীর। তাকে নিয়োগ দিতে কার্যবিবরণী প্রস্তুত করে সুপারিশও করেন নিয়োগ কমিটি। যার কপি স্থানীয় সরকার বিভাগেও পাঠানোর সিদ্ধান্ত নেয় নিয়োগ কমিটি। কিন্তু এ সুপারিশ অমান্য করে সহকারী কর আদায়কারী পদে নিয়োগ দেওয়া হয়েছে সুমি ধর নামে এক প্রার্থীকে। সুমি ধর মেধা তালিকায় পঞ্চম স্থানে ছিলেন।

এ বিষয়ে তানভীর বলেন, ‘লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে আমি প্রথম হই। কিন্তু মোটা অংকের টাকা লেনদেনের বিনিময়ে পৌরমেয়র পঞ্চম হওয়া প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। নিয়োগ কমিটির অন্যদের অজান্তে পৌরমেয়র এটি করেছেন। এই নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে আমি জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। প্রয়োজনে আদালতের দারস্থ হবো।’   

নিয়োগপত্র চেয়ে আবেদন

এ সর্ম্পক জানতে চাইলে নিয়োগ কমিটিতে থাকা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি বলেন, ‘মেধা তালিকায় প্রথম হয়েছেন তানভীর। আমরা সবাই তানভীরকে চাকরি দেওয়ার পক্ষেই ছিলাম। কিন্তু মেয়র একক ক্ষমতাবলে পঞ্চম হওয়া ওই প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে মেয়রের সঙ্গেও কথা বলেছি। তিনি নিজের মতো করে নিয়োগ দিয়েছেন। কীভাবে নিয়োগ দিয়েছেন উনিই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে নিয়োগ কমিটির আহ্বায়ক পৌরমেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ