X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে করোনায় মৃত ব্যক্তি গণভবনের কর্মী না

চাঁদপুর প্রতিনিধি
৩০ মে ২০২০, ০৯:৫০আপডেট : ৩০ মে ২০২০, ০৯:৫৮

চাঁদপুরে করোনায় মৃত ব্যক্তি গণভবনের কর্মী না করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চাঁদপুরের মতলবের মোসলেম উদ্দিন বেপারী (৬৫)। মৃত্যুর পর বিভিন্ন গণমাধ্যমে তাকে গণভবনের পরিচ্ছন্নতাকর্মী বলা হলেও তিনি আসলে গণপূর্ত অধিদফতরের একজন কর্মী ছিলেন। তার পরিবারে পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোসলেম বেপারীর মৃত্যু হয়। তিনি ঢাকার গণপূর্ত অধিদফতরের আরবরিকালচারের পিতল পলিশম্যান পদে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি গ্রামে।

মাসলেম উদ্দিন বেপারীর ছেলে জিহাদ জানান, তার বাবা গণপূর্ত অধিদফতরের কর্মী ছিলেন। গত ২২ মে তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। এরপর সেদিনই তিনি বাড়িতে চলে আসেন। এর দুই দিন পর আমাদেরকে জানানো হয়, তার কিছু সমস্যা আছে। তিনি যে পজিটিভ তা সরাসরি বলা হয়নি।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোসলেম উদ্দিন বেপারী ঢাকা থেকে পরীক্ষা করে বাড়িতে এসেছিলেন। আমরা তার খবর পেয়েছি ঈদের আগের দিন। ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সন্ধ্যায় ঢাকার মুগদা হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপন বলেন, ‘আমরা সব সময় তার যোগাযোগ রেখেছি। আমরা গতকালও তাকে ভালো দেখেছি। তাকে বাজার করে দিয়েছিলাম।’

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াৎ বলেন, ‘তিনি হোম আইসোলেশনে ছিলেন। বাড়িটি লকডাউনে ছিল। ঢাকা যাওয়ার পথে তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনেই তাকে দাফন করা হবে।’

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তনে ধর্মীয় জনগোষ্ঠীর অভিমত নিয়ে প্রামাণ্যচিত্র
জলবায়ু পরিবর্তনে ধর্মীয় জনগোষ্ঠীর অভিমত নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে পারে ইউক্রেন: গোয়েন্দা কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ